shono
Advertisement

শিশুদের জন্য থানাতেই ‘খেলাঘর’ সাজালেন পুলিশকর্মীরা

সমাজের এই বিষক্রিয়া যাতে কচি মনগুলিকে ছুঁতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা৷ The post শিশুদের জন্য থানাতেই ‘খেলাঘর’ সাজালেন পুলিশকর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:10 PM Feb 18, 2017Updated: 12:40 PM Feb 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিকে রঙবেরঙের দেওয়াল৷ মেঝেতে ছড়ানো খেলার সামগ্রী৷ কোথাও আবার রাখা আঁকার খাতা, পেন্সিল, খাতা, রঙ৷ দেখলে মনে হবে কোনও আধুনিক প্লে স্কুল৷ কিন্তু এটি গুরগাঁওয়ের সেক্টর ৫১-র মহিলা পুলিশ স্টেশন৷ আর থানার এই রঙিন কামরা সাজিয়ে তোলা হয়েছে শুধুমাত্র শিশুদের জন্য৷ সেই সমস্ত শিশুদের জন্য৷ যারা কেউ অপরাধের শিকার, কেউ আবার সঠিক দিশার অভাবে বিপথে চলে গিয়েছে৷ আর কাউকে কিছু না করেও থানায় আসতে হচ্ছে বাবা-মার মাঝে চলা অশান্তির সাক্ষী হতে৷

Advertisement

Jio গ্রাহকদের দুঃসংবাদ শোনাল TRAI-এর নয়া রিপোর্ট

সমাজের এই বিষক্রিয়া যাতে কচি মনগুলিকে ছুঁতে না পারে সেই জন্যই এই ব্যবস্থা নিয়েছেন গুরগাঁওয়ের মহিলা পুলিশ কর্মীরা৷ নাম দেওয়া হয়েছে ‘ফুলওয়ারি’৷ বাইরে যতোই অশান্তি থাক ছোট্ট এই ঘরগুলির ভিতরে নিশ্চিন্তে থাকতে পারবে বাচ্চারা৷ যাদের পাহাড়া দেওয়ার জন্য ২৪ ঘণ্টা একজন মহিলা পুলিশকর্মী মোতায়েন থাকবে৷ যেই সমস্ত মহিলা পুলিশকর্মীরা ২৪ ঘণ্টা কাজ করে থাকেন৷ প্রয়োজনে তাঁরাও এখানে সন্তানদের রেখে নিশ্চিন্ত থাকতে পারবেন৷

পাহাড়ি আমেজে তাসি’র মোমোর সাহেবিয়ানা

আধুনিক সমাজে অপরাধের কোনও বয়স নেই৷ অপরাধীর কোনও বিবেক নেই৷ অশান্তির কোনও বিবেচনা নেই৷ সেখানে বয়স তো শিশুমাত্র৷ সমাজের এই বিষক্রিয়াগুলি যাতে শিশুমনকে প্রভাবিত না করতে পারে সেই জন্য এই পদক্ষেপ নিল গুরগাঁও পুলিশ৷ গুরগাঁওয়ের প্রায় ৪০০ জন মহিলা পুলিশকর্মী নিজেদের উদ্যোগে সাজিয়ে তুলেছেন ঘরের প্রতিটা জিনিস৷

শুধু প্রেমেই নয়, সুখ লুকিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেপূরণেও

The post শিশুদের জন্য থানাতেই ‘খেলাঘর’ সাজালেন পুলিশকর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement