shono
Advertisement

‘আমি ষড়যন্ত্রের শিকার’, আড়াল থেকেই নিয়োগ দুর্নীতিতে মুখ খুললেন হৈমন্তী

কোথায় রয়েছেন হৈমন্তী? খোঁজ চালাচ্ছে সিবিআই।
Posted: 08:52 AM Mar 03, 2023Updated: 09:32 AM Mar 03, 2023

অর্ণব আইচ: শেষ পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে মুখ খুললেন হৈমন্তী। যদিও অন্তরালে থেকেই দাবি করলেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। যদিও এই দাবি আদৌ কতটা সত্য, সেটাই প্রশ্ন।

Advertisement

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হুগলির যুব নেতা কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। কুন্তলের দাবি ছিল, হৈমন্তীর কাছে রয়েছে নিয়োগ দুর্নীতির টাকা। ওই দাবির পর থেকে রীতিমতো উধাও হয়ে যান হৈমন্তী। তাঁর মা ও গোপাল দলপতি দাবি করেছিলেন, খুব শীঘ্রই সামনে আসবেন তিনি। বৃহস্পতিবার বেশি রাতে এক বন্ধুর মাধ্যমে নেট কলে যোগাযোগ করেন ওই মডেল তথা অভিনেত্রী।

[আরও পড়ুন: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় কেন্দ্রে পৌঁছলই না গ্রাফ পেপার! বিতর্কে পর্ষদ]

হৈমন্তী জানান, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর দূর-দূরান্ত কোনও সম্পর্ক নেই। সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। তিনি ষড়যন্ত্রের শিকার। গোপাল দলপতির সঙ্গে তাঁর কোন আর্থিক লেনদেন নেই বলে দাবি করেছেন হৈমন্তী। একই দাবি কিছুদিন আগে দিল্লিতে বসে গোপাল করেছিলেন। এই বিষয়টি জানার পর তদন্তকারীরা তা যাচাই করছেন। হৈমন্তী কোথায় রয়েছেন তা স্পষ্টভাবে না জানালেও তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

[আরও পড়ুন: বিজেপির ভোট নিয়েই সাগরদিঘিতে জয় কংগ্রেসের! ‘অনৈতিক জোট’কে তোপ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement