ইজরায়েল ডিফেন্স ফোর্সেস নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, রবিবার রাতে মধ্য গাজার দেইর আল বালাহ শহরে বিমান হামলা চালানো হয়। ওই অপারেশনে নিহত হয়েছে হামাসের কমান্ডো বাহিনী ‘নুখবা ফোর্স’-এর কমান্ডার মাসামাহ। বলে রাখা ভালো, প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের সামরিক শাখা হচ্ছে ইজ আদ দিন আল-কাসাম ব্রিগেড। তারই অংশ নুখবা ফোর্স। এরা নাভাল কমান্ডো। গত বছরের ৭ অক্টোবর হামাসের এই বাহিনীই বাঁধ ভাঙা জলের মতো ঢুকে পড়ে ইজরায়েলে। গাজা সীমান্ত সংলগ্ন ইজরায়েলি বসতি কিসুফিম, বেইরি ও নিরিমে হত্যালীলা চালায় নুখবা ফোর্স। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত দেড় হাজার ইজরায়েলি নাগরিক। প্রায় ২৫০ জনকে পণবন্দি করে নিয়ে যায় হামাস জঙ্গিরা।
[আরও পড়ুন: রাশিয়ায় রবীন্দ্রনাথের নামাঙ্কিত স্কুল, ঘুরে দেখলেন জয়শঙ্কর]
এদিকে, উত্তর গাজায় হাসাম ও ইসলামিক জেহাদের একাধিক ডেরায় অভিযান চালিয়েছে ইজরায়েলি বাহিনী। আইডিএফ জানিয়েছে, গাজার শেজাইয়া এলাকায় অভিযান চালাচ্ছে ওয়াইতা ব্রিগেড। একটি মসজিদে জঙ্গিদের বিশাল অস্ত্রভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে প্রবল লড়াই চালাচ্ছে হামাস। ইজরায়েলি সেনাদের নিশানা করে রকেট ও মোর্টার ছুঁড়ছে জঙ্গিরা।