তারক চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) প্রাক্তন পুলিশ কর্তার রহস্যমৃত্যু। বাড়ির ছাদ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। শারীরিক অসুস্থতার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ কর্তা। তবে কি সেই কারণেই এই চরম সিদ্ধান্ত? তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, মৃত পুলিশ কর্তার নাম প্রদীপকুমার পাল। দীর্ঘদিন শিলিগুড়ি থানার আইসি ছিলেন। শিলিগুড়ি পুলিশের ডিএসপি থাকাকালীন ২০১৩ সালে অবসর গ্রহণ করেন তিনি। রীতিমতো দাপুটে পুলিশ অফিসার ছিলেন তিনি। অবসর গ্রহণের পর পাঁচবছর ভিজিল্যান্স অফিসার হিসেবে কাজ করেন। বছর দুয়ের আগে কিডনির সমস্যা ধরা পড়ে ওই পুলিশ কর্তার। চিকিৎসা চলছিল। তবে তা সত্ত্বেও দিনে দিনে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। হাঁটা চলা করার ক্ষমতা হারিয়েছিলেন।
[আরও পড়ুন: আবাস যোজনার কাজ পরিদর্শনে রাজ্যে কেন্দ্রীয় দল, গাড়ি ঘিরে নালিশ ভগবানপুরের বাসিন্দাদের]
সূত্রের খবর, একটা সময়ের দাপুটে পুলিশ কর্তা নিজের এই পরিণতি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রদীপবাবুর স্ত্রী তাঁকে ছাদে নিয়ে গিয়েছিলেন। তাঁকে সেখানে রেখে ফিরে যান নিচে। সেই সময়েই ঘটে গেল মর্মান্তিক কাণ্ড। কিছুক্ষণ পর ছাদ থেকে উদ্ধার হয় ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।