shono
Advertisement
Haryana

হরিয়ানায় জোটের জলাঞ্জলি? সব আসনে প্রার্থী দেবে দল, জানালেন রাজ্যের আপ প্রধান

রাজ্যের ৯০টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে আপ, জানালেন সুশীল গুপ্তা।
Published By: Kishore GhoshPosted: 05:23 PM Sep 09, 2024Updated: 05:54 PM Sep 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাবার্তা অনেকটা এগিয়েছিল। আগ্রহও দেখিয়েছিল দুই দল। তবু, হরিয়ানায় আপ-কংগ্রেস জোট হচ্ছে না! সূত্রের খবর, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে আপ ১০টি আসন দাবি করেছিল, যদিও কংগ্রেস ৩টির বেশি দিতে রাজি হয়নি। এই অবস্থায় সোমবার বিকেলে আপের প্রভাবশালী নেতা, প্রাক্তন প্রদেশ সভাপতি সুশীল গুপ্তা জানিয়ে দিলেন, রাজ্যের ৯০টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে আপ।

Advertisement

ইতিমধ্যে আপ একটি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ২০ প্রার্থীর সেই তালিকায় ১১ জনকে এমন আসনে রেখেছে অরবিন্দ কেজরিওয়ালের দল, যেখানে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও। এদিন সুশীল গুপ্তা বলেন, খুব শিগগির দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে দিল্লি, হরিয়ানা-সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোট বেঁধেছিল কংগ্রেস এবং আপ। হরিয়ানায় ১০ আসনের মধ্যে আপকে একটি আসন ছাড়ে কংগ্রেস। হাত শিবির যে ৯ আসনে লড়েছিল, তার মধ্যে পাঁচটিতে জেতে তাঁরা। আপ একমাত্র আসনটি বিজেপির কাছে হেরে যায়। পরে স্থানীয় কংগ্রেস নেতারা দাবি করেন, কুরুক্ষেত্র আসনটিতে কংগ্রেসের প্রার্থী থাকলে বিজেপিকে হারানো যেত।

 

[আরও পডুন: অভিনয় ছাড়ছেন দীপিকা! মা হওয়ার পর বড় সিদ্ধান্ত?

পুরনো তর্জা ভুলে বিধানসভায় নতুন করে জোটের দিকে এগোচ্ছিল কংগ্রেস ও আপ। ১০টি আসন দাবি করেছিল আপ, সেখানে মোটে ৩টি দিতে রাজি হয় কংগ্রেস, অন্যদিকে কংগ্রেস যে আসনগুলি আপের জন্য ছাড়তে চাইছে, সেগুলিতেও আপত্তি রয়েছে আপের। তাঁরা কালায়াত এবং কুরুক্ষেত্র এলাকায় অন্তত একটি আসন না পেলে কোনওভাবেই জোটে যেতে রাজি নয়। এই ডামাডোলের মধ্যে রাজ্যের ৯০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন রাজ্যের প্রাক্তন আপ প্রধান সুশীল গুপ্তা। সব মিলিয়ে মাস খানেক বাদের বিধানসভা ভোটে আপ-কংগ্রেস জোট হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

 

[আরও পডুন: বিতর্কের কেন্দ্রে ‘IC 814’ সিরিজ, কী বলছেন প্রাক্তন RAW প্রধান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপ একটি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
  • পুরনো তর্জা ভুলে বিধানসভায় নতুন করে জোটের দিকে এগোচ্ছিল কংগ্রেস ও আপ।
Advertisement