shono
Advertisement

পাউডার, ক্রিম, লোশন থেকে সাবধান! মাঙ্কিপক্স নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি কেন্দ্রের

মাঙ্কিপক্সের নমুনা পরীক্ষার ক্ষেত্রেও জারি নয়া নির্দেশিকা।
Posted: 04:44 PM Jul 15, 2022Updated: 04:44 PM Jul 15, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দেশের প্রথম মাঙ্কিপক্স রোগীর সন্ধান মিলেছে কেরলে। আর তারপরই নড়েচড়ে বসল কেন্দ্র। এই রোগ থেকে সুরক্ষিত থাকতে নয়া নির্দেশিকা ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক। চলুন জেনে নেওয়া যাক কীভাবে মাঙ্কিপক্স (Monkeypox) থেকে সতর্ক থাকবেন।

Advertisement

১) বিদেশ ফেরত যাত্রীদেরকে অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিশেষ করে যাঁদের ত্বকে ক্ষত রয়েছে অথবা গোপনাঙ্গে অ্যালার্জি আছে, তাঁরা যেন কোনওভাবেই বিদেশ থেকে ফেরা যাত্রীদের সংস্পর্শে না আসেন।
২) জীবিত কিংবা মৃত বন্য প্রাণীদের কাছে না যাওয়াই ভাল। ইঁদুর, কাঠবিড়ালি, বাঁদরের ধারকাছে ঘেঁষতে বারণ করা হয়েছে।
৩) স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) নয়া নির্দেশিকা অনুযায়ী, বিদেশ ফেরত যাত্রীদের গুল্মজাতীয় পদার্থের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে।

[আরও পড়ুন: দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া, চলন্ত গাড়িতে নাবালিকাকে গণধর্ষণের ভিডিও করল অভিযুক্তরা]

৪) আফ্রিকান পাউডার, ক্রিম কিংবা বডি লোশন ব্যবহার করবেন না।
৫) সংক্রমিতের বিছানা, আসবাব, বাসনপত্রের সংস্পর্শও এড়িয়ে চলার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এই রোগে আক্রান্তের সঙ্গে খাবার শেয়ার করে খাবেন না।
৬) জ্বর হলে অথবা শরীরে অ্যালার্জি দেখা দিলে কিংবা মাঙ্কিপক্সে আক্রান্তের সংস্পর্শে এসে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সেই অনুযায়ী পরীক্ষা করান।

মাঙ্কিপক্সের নমুনা পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রের নির্দেশিকা
গোটা দেশে মোট ১৫টি ল্যাবে মাঙ্কিপক্সের নমুনা পরীক্ষা করা হবে। ICMR-এর তরফে জানানো হয়েছে, মাঙ্কিপক্স চিহ্নিত করার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত, তা নিশ্চিত হতেই বিভিন্ন শহরের ১৫টি ল্যাব বেছে নেওয়া হয়েছে। এর জন্য ল্যাব কর্মীদেরও আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘এত কথা হচ্ছে কেন?’, লাগাতার কোহলির সমালোচনা শুনে ‘বিরক্ত’ রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement