সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই মনোরম আবহাওয়া। দেদার খাওয়াদাওয়া আর পিকনিক। কিন্তু এই মরশুমে সবচেয়ে বেশি রোগভোগ দেখা দেয়। বিশেষ করে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ শীতের আবহাওয়াতেই বেশি সক্রিয় হয়ে ওঠে। সম্প্রতি বিশ্বজুড়ে এক নয়া ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। বিশ্বের অন্তত ৩৬টি দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইনফ্লুয়েঞ্জা এ (H3N2) ভাইরাসের একটি পরিবর্তিত রূপ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘সাবক্ল্যান্ড কে’। আমেরিকার সিডিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই ভাইরাসের চরিত্র ও ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে শুরু করেছেন।
এই ভাইরাসের লক্ষণগুলো সাধারণ ফ্লু-এর মতোই। তবে কিছু ক্ষেত্রে এটি মারাত্মক আকার নিতে পারে। আক্রান্তদের মধ্যে প্রধানত নাক বন্ধ, গলা ব্যথা, মৃদু জ্বর এবং খুসখুসে কাশি দেখা দিচ্ছে। তবে সংক্রমণের মাত্রা বাড়লে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। অনেকের ক্ষেত্রে ‘অ্যাকিউট নিউমোনিয়া’র মতো লক্ষণ দেখা দিতে পারে। এটি সরাসরি ফুসফুসের ক্ষতি করে।
আক্রান্তরা তীব্র শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার কথা জানিয়েছেন। শ্বাস নেওয়ার সময় হৃদস্পন্দনের হার বেড়ে যাচ্ছে। যাদের আগে থেকে হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ‘মায়োকার্ডাইটিস’ বা হৃদপেশির প্রদাহের ঝুঁকি বাড়ছে। এছাড়া শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়া, বমি ভাব, ডায়েরিয়া এবং প্রচণ্ড ক্লান্তির মতো উপসর্গও খুঁজে পাওয়া গিয়েছে। অনেকের ক্ষেত্রে রক্তে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।
সংক্রমণের বর্তমান পরিস্থিতি
বর্তমানে ইউরোপ, ব্রিটেন, জাপান এবং আমেরিকায় এই ভাইরাসের দাপট সবচেয়ে বেশি। আমেরিকায় মোট ফ্লু সংক্রমণের প্রায় ৮৯ শতাংশই এই নতুন ‘সাবক্ল্যান্ড কে’ উপপ্রজাতি। গবেষকরা জানিয়েছেন, এই ভাইরাসটি নিজের জিনে রাসায়নিক পরিবর্তন বা মিউটেশন ঘটাচ্ছে। ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এটিকে সহজে চিনতে পারছে না। এমনকী চলতি বছরের ফ্লু ভ্যাকসিনও এই নতুন রূপটির বিরুদ্ধে কিছুটা কম কার্যকর হতে পারে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।
সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া প্রয়োজন। সংক্রমণ রুখতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। এই ভাইরাসের হাত থেকে বাঁচতে প্রতি বছর ফ্লু-এর টিকা নেওয়া জরুরি। বিশেষ করে যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক। মনে রাখতে হবে, ফ্লু ভাইরাস প্রতি বছর নিজের চরিত্র বদলায়। বছরের শুরুতে নিয়মিত ডোজ গ্রহণই এই ভাইরাসের হাত থেকে বাঁচার একমাত্র কার্যকর পথ। এমনটাই জানাচ্ছেন গবেষকরা।
