shono
Advertisement

Breaking News

Prescription Plus

মোজা পরলেই পায়ে দাগ বসে যায়? স্বাভাবিক ভেবে অবহেলা করলেই ঘোর বিপদ!

আপনার পায়ে ঘণ্টার পর ঘণ্টা মোজার দাগ বসে থাকে?
Published By: Sayani SenPosted: 02:59 PM Dec 29, 2025Updated: 03:09 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল যাওয়া আসা হোক কিংবা অফিস। অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় মোজা পরেন। তার ফলে দাগ বসে যায় পায়ে। কারও কারও ক্ষেত্রে পা ধোয়ার আগেই ওই দাগ মিলিয়ে যায়। আবার কারও কারও পায়ে দাগ থেকে যায় বহুক্ষণ। আপনারও কি তাই? মোজা খোলার পরেও ঘণ্টার পর ঘণ্টা পায়ে দাগ থেকে যায়? স্বাভাবিক ভেবে এড়িয়ে যাবেন না। বরং আজই সাবধান হোন। কারণ, এই দাগ বড়সড় কোনও শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক, কাদের পায়ে মোজার দাগ স্বাভাবিক?
* বিশেষজ্ঞদের মতে, মোজা পরে হাঁটলে এই সমস্যা তুলনামূলক কম হয়।
* দীর্ঘক্ষণ মোজা পরে একই জায়গায় দাঁড়িয়ে থাকলে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
* পা ঝুলিয়ে বসে থাকলেও সমস্যা তৈরি হয়। আবার বেশি শক্ত ইলাস্টিকের মোজা পরলে এই সমস্যা হয়। কারণ, তা পায়ের নরম ত্বকে আটকে বসে থাকে।
* আবার কারও পা তুলনামূলক মোটা হলে তাঁদেরও মোজার দাগ বসে যাওয়া চিন্তার কিছু নয়।

কারও পায়ে যদি ঘণ্টার পর ঘণ্টা মোজার দাগ বসে থাকে, তবে আজই সাবধান হওয়া প্রয়োজন।

* পা ফুলে যাওয়া এবং মোজার দাগ হওয়ার সমস্যা যদি থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
* যদি আপনার পায়ে দাগ বসে যাওয়ার পর বেশি উজ্জ্বল এবং মসৃণ দেখায়, তবে সাবধান হোন।
* মোজা দাগ পরার পাশাপাশি পায়ের পাতায় আঙুল দিয়ে টিপলে যদি গর্ত হয়ে যায়, তবে কোনও শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে।
* শিরা-উপশিরায় রক্ত চলাচলের সমস্যা দেখা দিলে মোজার দাগ পায়ে বসে যেতে পারে।
* বেশিক্ষণ মোজার দাগ পায়ে বসে থাকা কিডনি, লিভার এবং হৃদরোগের ইঙ্গিত হতে পারে।
* ঘুম থেকে উঠেও যদি দেখেন পা ভুলে রয়েছে, তাহলে অবশ্যই সতর্ক হোন।
* পায়ের ত্বকের রং বদল হয়ে গেলে আজই চিকিৎসকের পরামর্শ নিন।

পায়ে মোজার দাগ বসে যাওয়ার সমস্যা দূর করে কয়েকটি ঘরোয়া কৌশল অবলম্বন করতে পারেন। সেগুলি হল:
* নরম ইলাস্টিক দেওয়া সুতির মোজা ব্যবহার করুন।
* একটানা দীর্ঘক্ষণ বসে থাকবেন না। মাঝে মাঝে হাঁটাচলা করুন।
* অতিরিক্ত নুন খাবেন না। বেশি করে জলপান করুন।

ঘরোয়া কৌশলেও মোজার দাগ বসে যাওয়ার সমস্যা থেকে রেহাই না পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় মোজা পরেন। তার ফলে দাগ বসে যায় পায়ে।
  • কারও কারও ক্ষেত্রে পা ধোয়ার আগেই ওই দাগ মিলিয়ে যায়।
  • আবার কারও কারও পায়ে দাগ থেকে যায় বহুক্ষণ।
Advertisement