সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা করোনায় রক্ষা নেই। এবার তার দোসর হয়ে দেখা দিল তাপপ্রবাহ। যার জেরে লাল সতর্কতা জারি হয়েছে চিনের (China) ৮৬টি শহরে। যার মধ্যে রয়েছে সেদেশের বাণিজ্যিক রাজধানী সাংহাইও (Shanghai)। পরিস্থিতি এমন, গরমের দাপটে রাস্তাঘাট ফুটিফাটা। ছাদের টালিতে ধরছে ফাটল! রেকর্ড গরমে হাঁসফাঁস সাধারণ মানুষের।
নতুন করে চিনে করোনার দাপট শুরু হয়েছে বেশ কয়েক সপ্তাহ আগেই। এর মধ্যে সাংহাই এখনও লড়ে চলেছে অতিমারীর নতুন ঢেউয়ের সঙ্গে। সেই শহরের আড়াই কোটি মানুষের সামনে এর মধ্যেই নয়া চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ভয়াবহ তাপপপ্রবাহ। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে, সেখানকার এক ওয়াইল্ড লাইফ পার্কে প্রতিদিন ৮ টন বরফ ব্যবহৃত হচ্ছে পশুপাখিদের স্বস্তি দেওয়ার জন্য।
[আরও পড়ুন: ‘এমন গুরুত্বপূর্ণ মামলায় এক পাতার জবাব!’ PM CARES Fund নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা হাই কোর্টের]
অন্য বছরের তুলনায় এবার চিনে গ্রীষ্ম এসেছে আগে। আর শুরুতেই দাপট দেখাতে শুরু করেছে তাপপ্রবাহ। জুলাইয়ের গোড়াতেই তাপমাত্রার এহেন ঊর্ধ্বমুখী আচরণ দেখে তাই চোখ কপালে সকলের। ১৮৭৩ সাল থেকে, অর্থাৎ যে সময় থেকে তাপমাত্রার হিসেব রাখা শুরু হয়, মাত্র ১৫ দিন চিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। যে রেকর্ড এবার এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে চিন।
চিনের অন্যতম উষ্ণ শহর নানজিংয়ের অবস্থা আরও করুণ। ইতিমধ্যেই সেখানে মাটির তলায় তৈরি করা হয়েছে বাসস্থান। গত রবিবার থেকেই গরমের হাত থেকে বাঁচতে অনেকেই সেখানে ঠাঁই নিয়েছেন। সেই বাঙ্কারগুলিতে রয়েছে ওয়াইফাই, বই এমনকী মাইক্রোওয়েভ আভেনও। মঙ্গলবার শহরে জারি করা হয়েছে লাল সতর্কতা।
চংকিং শহরেও দেখা গিয়েছে অদ্ভুত দৃশ্য। সেখানকার একটি মিউজিয়ামের ছাদ আক্ষরিক অর্থেই যেন গলে গিয়েছে! চিনের ঐতিহ্যবাহী টালির ছাদে দেখা গিয়েছে টালি ফেটে গিয়েছে রোদের কামড়ে। সোমবার থেকে ওই শহরেও জারি রয়েছে লাল সতর্কতা।