সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভরের বৃষ্টিতে গোটা রাজ্য জলমগ্ন। অধিকাংশ জায়গায় এখনও হাঁটু-জল। তা পেরিয়েই যাবতীয় কাজ সারছেন সকলে। এই পরিস্থিতিতে শনিবার সকালে ফের বৃষ্টি শুরু কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কায় রাজ্যবাসী।
বৃহস্পতিবার দিনভর ভর মুষল ধারায় বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। যার জেরে কার্যত সব জায়গাতেই কম-বেশি জল দাঁড়িয়েছে। শহর কলকাতাও ছিল জলের তলায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল পাতিপুকুর এলাকার একটি বাসের ছবি। দেখা গিয়েছিল, গোটা বাসটিই জলের তলায়। একই কোথাও এক হাঁটু জল, কোথাও এক বুক। হাওড়া স্টেশনের রেল ট্র্যাক ছিল জলের তলায়। একই পরিস্থিতি ছিল অন্যান্য স্টেশনেরও। বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে জল। বৃষ্টি না থামলেই পরিস্থিত আয়ত্তে আনা বেশ সমস্যার ছিল। শুক্রবার সকালেও ছিঁটেফোটা বৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার পর বৃষ্টির দেখা না মেলায় খানিকটা স্বস্তি পেয়েছিলেন আমজনতা, ভেবেছিলেন জল-যন্ত্রণার অবসান হবে শীঘ্রই। কিন্তু শনিবার সকাল থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। জল নামার আগেই এই বৃষ্টির জেরে নতুন করে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছেন সকলেই।
[আরও পড়ুন: একসঙ্গে মধ্যাহ্নভোজে Anubrata-Parambrata, তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেতা? তুঙ্গে জল্পনা]
উল্লেখ্য, নিম্নচাপের আশঙ্কা দেখা দেওয়ার পরই কলকাতা পুরসভা-সহ শহরতলির সবকটি পুরসভাই জল নামানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। সর্বত্র রাস্তায় পোর্টেবল পাম্পও লাগানো হয়েছিল। ফলে অল্প সময়ে অত্যধিক বৃষ্টি হলেও কলকাতা ও সংলগ্ন সব অঞ্চলেই তুলনামূলকভাবে জল জমার পরিমাণ অনেক কম। বিভিন্ন অঞ্চলে জল নামানোর কাজও খুব দ্রুত হয়েছে। উত্তর কলকাতার নিচু এলাকা আমহার্স্ট স্ট্রিটে বিকেলের পর জল বাড়লেও পুরসভার একাধিক পোর্টেবল পাম্প দ্রুত তা সরিয়েছে।