shono
Advertisement

জীবনে সুখ-সমৃদ্ধি চান? দোল পূর্ণিমায় এই কাজগুলি করতে ভুলবেন না

বসন্তোৎসব আপনার ভাল কাটুক। The post জীবনে সুখ-সমৃদ্ধি চান? দোল পূর্ণিমায় এই কাজগুলি করতে ভুলবেন না appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Mar 08, 2020Updated: 05:19 PM Mar 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কিছুক্ষণের প্রতীক্ষা। তারপরই বসন্তোৎসবে গা ভাসাবেন প্রায় সকলেই। এই তিথিতে বৃন্দাবনে রাধা-কৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন। সেই প্রথা মেনে আজও দোল পূর্ণিমার পবিত্র তিথি রংয়ের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই। হয়ে ওঠেন রঙিন। অনেকে আবার এদিন শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ পুজোপাঠের আয়োজন করেন। কিন্তু যেভাবে সেভাবে পুজোর আয়োজন করলেন আর শ্রীবৃদ্ধি হবে, তা তো হতে পারে না। তার আগে বরং জেনে নিন দোল পূর্ণিমার দিনে কী কী নিয়ম মেনে চললে আপনার শ্রীবৃদ্ধি হতে পারে।

Advertisement

দোলের দিন পারলে ভোরবেলা ঘুম থেকে উঠুন। ভাল করে স্নান করে নিন। সুযোগ পেলে গঙ্গাস্নানও করতে পারেন।

[আরও পড়ুন: তালাবন্ধ হাজত থেকে বেরিয়ে এলেন নগ্ন সন্ন্যাসী, পড়ুন সাধকের অলৌকিক শক্তির কাহিনি]

বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন। তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলতে পারে খুব তাড়াতাড়ি।


উপোস করে পারলে পুজোর জোগাড় করুন নিজে হাতেই।
এদিন বাড়ি অপরিষ্কার না রাখাই ভাল। তাই বাড়ি পরিষ্কার হওয়ার পর দরজা স্বস্তিক চিহ্ন এঁকে দিন। তাতে আপনার পরিবারের উপর থেকে কোনও অশুভ ছায়া দূর হবে।


দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়াই ভাল।
পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না।

[আরও পড়ুন: সংসারে শ্রীবৃদ্ধি চান? মহা শিবরাত্রিতে পুজোর পদ্ধতিতে এই ভুলগুলি করবেন না]

পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলেই প্রসাদ দিন। তাতে আপনার শ্রীবৃদ্ধি হবেই।
দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি, লাল, হলুদ এবং নীল রংয়ের আবির ব্যবহার করুন। তাতে আপনার স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষার দিকে উন্নতি হবে। গোলাপি রংয়ের আবির আপনার শ্রীবৃদ্ধি করবে।

দোল পূর্ণিমায় এই কাজগুলি করলে অবশ্যই আপনার শ্রীবৃদ্ধি হবে। সারা বছর আপনার বাড়িতে সুখসমৃদ্ধিও যে বজায় থাকবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

The post জীবনে সুখ-সমৃদ্ধি চান? দোল পূর্ণিমায় এই কাজগুলি করতে ভুলবেন না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement