shono
Advertisement
Personal Finance

নিফটি ফিফটিতে বড় বদল, জেনে নিন সূচকের পরিবর্তন সম্পর্কে

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানাচ্ছে একাধিক ছোট সূচকও এরই সঙ্গে রিব্যালেন্সিং করা হবে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:21 PM Oct 10, 2024Updated: 07:22 PM Oct 10, 2024

দেশের জনপ্রিয়তম সূচকে এসেছে বড় পরিবর্তন। এছাড়াও ইনডেক্সের অন্তর্গত হওয়ার কারণে বিশেষ দুটি স্টকের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখা গিয়েছে। বাজারের সব খবর সংকলনে টিম সঞ্চয়

Advertisement

১. কী এল : ট্রেন্ট এবং ভারত ইলেকট্রনিক্স
২. কী চলে গেল : ডিভি’স ল‌্যাবস এবং এলটিআই মাইন্ডট্রি

নিফটি ফিফটি, দেশের সবচেয়ে জনপ্রিয় সূচকে, পরিবর্তন। রিব‌্যালেন্সিং করা হয়েছে। টাটা গ্রুপের সংস্থা Trent এবং সরকারী কোম্পানি Bharat Electronics এবার থেকে সূচকে উপস্থিত থাকবে। এরই সঙ্গে বাদ পড়েছে Divi’s Laboratories (ওষুধ নির্মাতা সংস্থা) এবং LTI Mindtree (টেকনোলজি সার্ভিসেস সেক্টরের বড় প্লেয়ার)। ন‌্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানাচ্ছে একাধিক ছোট সূচকও এরই সঙ্গে রিব‌্যালেন্সিং করা হবে। এগুলোর মধ্যে আছে NSE Nifty Next 50 এবং NSE Bank। উল্লেখ‌্য, প্রতি ছমাস অন্তর, সব নিফটি ইনডেক্সগুলোর রিভিউ করা হয় এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে পরীক্ষা করা হয়।

এই প্রসঙ্গে বলা যেতে পারে যে ইনডেক্সের অন্তর্গত হওয়ার কারণে বিশেষ দুই স্টকের প্রতি আগ্রহ বাড়ার সম্ভবনা আছে। তবে নির্দিষ্টভাবে বলা সম্ভব না এখনই; আগামী কয়েক মাসের মধ্যে পরিষ্কারভাবে প্রাইস ট্রেন্ড ধরা পড়বে মার্কেটের চোখে। বেশ কিছু ইনডেক্স ফান্ড এই মুহূর্তে বাজারে উপস্থিত – এগুলো নিফটি ফিফটির ভিত্তিতে লগ্নি করে থাকে। সেখানে এই অদলবদল আনতে হবে। ইনডেক্স ফান্ডের গঠন সম্পূর্ণভাবে নির্ভর করে সংশ্লিষ্ট ইনডেক্সের গঠনের উপর। এই নিয়ে ‘সঞ্চয়’ একাধিক বার পাঠকদের জানিয়েছে সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে।

চার্ট দেখুন :

Divi’s Labs
গত শুক্রবারের ক্লোজিং : Rs. 5,506.40
এক বছরে ৪০% বেড়েছে
ইয়ার টু ডেট (Year to date) হিসাবে ৪,০০০ টাকার আশেপাশে ঘোরাফেরা স্টকটি আজ বেশ এগিয়েছে এই বারো মাসে।
এই সপ্তাহের হাই/লো : Rs. 5,582.95 এবং Rs. 3,295.30

Trent Ltd.
গত শুক্রবারের ক্লোজিং : Rs. 7,792.00
এক বছরে বেড়েছে : ১৬০%
ইয়ার টু ডেট : ৩০০০ টাকা থেকে আজকের দাম, শেয়ারহোল্ডার ভ‌্যালু প্রচুর যোগ হয়েছে।
৫২ সপ্তাহের হাই/লো : Rs. 7,939. 90 এবং Rs. 1,945.00

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিফটি ফিফটি, দেশের সবচেয়ে জনপ্রিয় সূচকে, পরিবর্তন। রিব‌্যালেন্সিং করা হয়েছে।
  • টাটা গ্রুপের সংস্থা Trent এবং সরকারী কোম্পানি Bharat Electronics এবার থেকে সূচকে উপস্থিত থাকবে।
  • ইনডেক্সের অন্তর্গত হওয়ার কারণে বিশেষ দুই স্টকের প্রতি আগ্রহ বাড়ার সম্ভবনা আছে।
Advertisement