shono
Advertisement

বাজারে এল বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিক

সেলফি তোলার বহর যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা৷ কিন্তু তাতে সেলফি-অনুরাগীদের কী যায় আসে৷ The post বাজারে এল বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:13 PM May 26, 2016Updated: 05:48 PM Feb 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তোলার বহর যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা৷ কিন্তু তাতে সেলফি-অনুরাগীদের কী যায় আসে৷ যে কোনও অনুষ্ঠানে হোক বা বন্ধুদের জমায়েতে- সেলফি ছাড়া যারা এক মুহূর্তও থাকতে পারেন না এবার তাঁদের জন্য সুখবর! বাজারে এল বিশ্বের প্রথম ‘অটোমেটেড সেলফি স্টিক’৷

Advertisement

জনপ্রিয় ওয়েবসাইট ম্যাশেবল-এর রিপোর্ট মোতাবেক এই স্টিকের পোশাকি নাম- ‘সেলফি স্টিক অনরিয়াল’৷ বিশ্বের প্রথম সম্পূর্ণ স্ময়ংক্রিয় সেলফি স্টিকে যে সমস্ত ফিচারস রয়েছে- তা এর আগে কোনও সেলফি স্টিকেই সম্ভত দেখা যায়নি৷ এই স্টিকে রয়েছে ‘টেলিস্কোপিক বুম আর্ম’৷ মাত্র একটি বোতাম টিপলেই স্টিকটি নিজে থেকেই ছোট-বড় হবে৷ স্টিকটির দু’পাশে রয়েছে ছোট্ট দুটি পাখা| যাতে আপনি সেলফি তোলার আগে একটু ঘাম শুকিয়ে নিতে পারেন, ছবিতে একটু ‘উইন্ড এফেক্ট’ও যুক্ত হয়৷ এখানেই শেষ নয়, বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিকে রয়েছে ‘লাইট প্যানেল৷’

আপনার সেলফিতে আলোর অভাব বোধ হলে নিজে থেকেই স্টিকটির দুপাশ থেকে ওই ‘লাইট প্যানেল’ খুলে যাবে ও আপনার সেলফিকে করে তুলবে আরও ঝকঝকে৷

দেখে নিন সেই ভিডিও-

The post বাজারে এল বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement