সংবাদ প্রতিদিন ব্যুরো: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) বিজেপি ছাড়া নিয়ে নানা মহলে নানা প্রতিক্রিয়া। বঙ্গ রাজনীতির তারকা সদস্য হিসেবে এ বিষয়ে মতামত জানিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan) ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
শ্রাবন্তীর এই বিজেপি-ত্যাগ প্রসঙ্গে কথা বলতে গিয়েই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বিজেপিতে থাকলে টলিউডে কাজ পাওয়া যাচ্ছে না। তাই শিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা গেরুয়া শিবির ছাড়ছেন।” এরপরই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নুসরত জাহান বলেন, “কাজ না পাওয়ার সমস্যা বোধহয় কেউ ফেস করে না। যাঁরা বিজেপির রাজনৈতিক মুখ তাঁরাই এই ধরনের সমস্যা নিয়ে এসে বলেন যে এখানে কেউ কাজ পায় না। আমি এমন অনেক মানুষকে চিনি যাঁরা অন্য দলে থেকেও এখানে কাজ করছে এবং আমার মনে হয় কাজের সঙ্গে কিংবা সিনেমার সঙ্গে রাজনীতির যোগাযোগ কোথাও নেই। আমি নিজে একজন রাজনীতিবিদ। কিন্তু সিনেমা জগতে কাজ করছি। কোথায় রাজনীতি বলুন তো? এভাবে দুটোকে মিলিয়ে মানুষকে কনফিউজ করা উচিত নয়। রাজনীতির বিষয়টা আলাদা রাখা উচিত। আমার মনে হয় এখানে সকলে প্রতিভার ভিত্তিতে কাজ পান।”
[আরও পড়ুন: এই না হলে ভাগ্য! স্বামীর দোকান থেকে লটারি কিনে রাতারাতি কোটিপতি মালবাজারের বধূ]
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ছাড়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন তৃণমূলের তারকা সদস্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ”এটি পুরোপুরি শ্রাবন্তীর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি যা ভাল মনে করেছেন তাই করেছেন।” শ্রাবন্তীর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও প্রতিক্রিয়া দেন সায়ন্তিকা। অভিনেত্রীর মতে, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতই সকলের মতামত। তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই সকলের কাছে গ্রাহ্য হবে।
এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজেও বৃহস্পতিবার তৃণমূলে যোগদানের জল্পনা উসকে দেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়েছিলেন টলিউড অভিনেত্রী (Tollywood Actress)। টুইটারে সেই সাক্ষাৎকারের কথা স্মরণ করিয়ে দিয়েই শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি দিদির দলেই যোগ দিচ্ছেন? প্রশ্নের উত্তরে মিষ্টি হাসির ইমোজি দিয়ে অভিনেত্রী টুইটারে লেখেন, “সময়ই উত্তর দেবে।”