shono
Advertisement

Breaking News

লোকসভা নির্বাচনের আগে বাড়িতে বসেই সংশোধন করুন ভোটার আইডি, জেনে নিন খুঁটিনাটি

এই পদ্ধতিতে চেষ্টা করে দেখুন।
Posted: 07:01 PM Jan 21, 2024Updated: 07:01 PM Jan 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকমাস। সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল ঠিক করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ভোট নিয়ে আমজনতার মধ্যে উন্মাদনা কম নয়। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে সবার আগে প্রয়োজন ভোটার কার্ড। অনেকক্ষেত্রেই দেখা যায়, ভোটার আইডিতে নাম, বা ঠিকানায় সমস্যা। যার জেরে ভোট কেন্দ্রে গিয়ে বিপাকে পড়তে হয় আমজনতাকে। অনেকে আবার ঝক্কির ভয়ে ভোটার কার্ডের ভুল সংশোধনের চেষ্টাও করেন না। ভোট কেন্দ্র মুখোও হন না। তবে এবার ঝক্কি ছাড়া বাড়িতে বসেই পালটে ফেলতে পারবেন ভোটার আইডি। আসুন, জেনে নেওয়া যাক পদ্ধতি।

Advertisement

১. প্রথমে আপনাকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে। ক্লিক করুন এই লিঙ্কে: https://voters.eci.gov.in/

২. এর পর নির্দিষ্ট স্থানে ভোটার আইডি নম্বর ও আপনার জন্মতারিখ দিতে হবে।

৩. লগ ইনের পর অপশন পাবেন, Correction of entries in electoral roll। বেছে নিন অপশনটি।

৪. এর পর নাম না ঠিকানা, কী পরিবর্তন হবে, তা বেছে নিতে হবে।

[আরও পড়ুন: ‘ভগবান বিচার করবেন’, ইডি হেফাজত শেষে জেলে যাওয়ার পথে বললেন শংকর]

৫. প্রয়োজন অনুযায়ী যাবতীয় তথ্য দিন।

৬. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।

৭. সব শেষে সাবমিট অপশন ক্লিক করুন।

প্রসঙ্গত, ভোটার কার্ডের নাম বা ঠিকানা পরিবর্তন করার জন্য আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বা টেলিফোনের বিল সঙ্গে রাখতে হবে। নাম পরিবর্তনের জন্য খরচ করতে হবে ১০০ টাকা। তাহলে আর দেরি কেন? এবার বাড়িতে বসেই সেরে ফেলুন ভোটার কার্ড সংশোধনের কাজ।

[আরও পড়ুন: ‘দেহ নিতে এখানে এসো’, স্ত্রীকে মেসেজের পরই রেললাইনে দক্ষিণ-পূর্ব রেলকর্তার দেহ উদ্ধারে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement