সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার (Career) নিয়ে মেধাবী পড়ুয়াদের নানা ধরনের উচ্চাকাঙ্খা থাকে। অনেকেই প্রচলিত ডাক্তারি, ইঞ্জিনিয়ারিংয়ের পথে না গিয়ে প্রশাসনিক কাজে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন। তাঁদের জন্য আরও একটি সুযোগ। ২০২১ সালে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের (WBCS) বিজ্ঞপ্তি জারি হল। আগামী ২৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন জানুয়ারির মাঝামাঝি। আবেদনের আগে সবটা বিস্তারিত জেনে নিন:
আবেদনের সময়সীমা:
ডিসেম্বর ২৪, ২০২০ থেকে জানুয়ারি ১৫, ২০২১।
আবেদন করা এবং ফি জমা দেওয়া যাবে অনলাইনে।
ফি জমা দেওয়ার শেষ দিন – জানুয়ারি ১৬, ২০২১।
আবেদনকারীর বয়স: ২১ থেকে ৩৬ বছর (জানুয়ারি ১, ২০২১’এর হিসেব অনুযায়ী)।
আবেদনকারীর যোগ্যতা: ন্যূনতম স্নাতক হতে হবে। বাংলা ভাষা বলা, পড়া এবং লেখায় সাবলীল হওয়া আবশ্যিক।
[আরও পড়ুন: করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে মোটা বেতনে স্বাস্থ্যকর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]
আবেদনের পদ:
(গ্রুপ এ) – এই বিভাগে আপনি যে যে চাকরির আবেদন করতে পারেন
রাজস্ব দপ্তরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ
পশ্চিমবঙ্গ সমবায় দপ্তর
পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর
ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস
(গ্রুপ বি) – এই বিভাগে আবেদন শুধুমাত্র পুলিশের বিভিন্ন পদে আবেদন করা যাবে।
(গ্রুপ সি) – এই বিভাগে আবেদন করা যাবে,
সুপার, ডেপুটি সুপার (জেলা সংশোধনাগার, কেন্দ্রীয় সংশোধনাগার)
যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারি (Joint BDO)
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ক্রেতা সুরক্ষা বিভাগ)
জয়েন্ট রেজিস্ট্রার (ক্রেতা সুরক্ষা বিভাগ)
পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ বিভাগ (জুনিয়র কর্মী)
ভূমি রাজস্ব দপ্তরের অধীনস্ত পদ
অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার (সেচ)
চিফ কন্ট্রোলার (কারেকশনাল সার্ভিস)
(গ্রুপ ডি)
ইন্সপেক্টর (সমবায়)
আধিকারিক (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন)
আধিকারিক (উদ্বাস্তু ও পুনর্বাসন)
[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে উপকূল রক্ষী বাহিনীতে চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]
নির্বাচন পদ্ধতি: দু’ধাপে WBSC-২০২১ পরীক্ষা হবে। প্রথমটি লিখিত এবং দ্বিতীয়টি পার্সোনালিটি টেস্ট। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পার্সোনালিটি টেস্টে বসার সুযোগ পাবেন।
বেতনক্রম
গ্রুপ এ – বেসিক ২১,০০০টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৪২,০০০টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)
গ্রুপ বি – বেসিক ১৫,৬০০ – ২১,০০০টাকা। সর্বোচ্চ ৪২,০০০টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)
গ্রুপ সি – বেসিক ৯০০০ টাকা, সর্বোচ্চ ৪০,৫০০ টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)
গ্রুপ ডি – বেসিক ৭১০০ টাকা, সর্বোচ্চ ৩৭,৬০০ টাকা (সঙ্গে অন্যান্য ভাতা)
বিস্তারিত জানতে চোখ রাখুন সরকারি ওয়েবসাইটে – wbpsc.gov.in