shono
Advertisement
Taslima Nasrin

'উদারতা শেখেনি বাংলাদেশ', কলকাতা বইমেলায় ওপারের স্টল না থাকায় বিস্ফোরক তসলিমা!

'এমন বন্ধু না থাকাই ভালো', মন্তব্য লেখিকার।
Published By: Kishore GhoshPosted: 08:50 PM Jan 29, 2025Updated: 09:30 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ প্যাভিলিয়ন। হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার কথা মাথায় রেখেই চলতি বছরের বইমেলায় পড়শি দেশকে ঠাঁই দেয়নি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। স্বভাবতই এই সিদ্ধান্ত পছন্দ হয়নি ওপার বাংলার। যদিও গিল্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করলেন তসলিমা নাসরিন। 'লজ্জা', 'আমার মেয়েবেলা'র রচয়িতার সাফ কথা, "এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো।"

Advertisement

১৯৯৬ সাল থেকেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জায়গা পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের রেওয়াজে ছেদ পড়ল চলতি বছরেই। ভারত-বিরোধী পালাবদলের হাওয়ায়, পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায়, মৌলবাদীদের উত্থানে, জঙ্গি তৎপরতায় গিল্ড কার্যত বাধ্য হয়েছে বইমেলা থেকে বাংলাদেশকে বাদ দিতে। এই বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, বইমেলায় অন্য স্টলগুলির নিরাপত্তার কথা মাথায় রেখেই বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই বিষয়েই সমাজমাধ্যমে কড়া পোস্ট করেছেন তসলিমা।

ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন---"এবারের কলকাতা বইমেলায় 'বাংলাদেশ প্যাভিলিয়ন' নেই। বাংলাদেশের বইমেলায় কোনওদিন কি 'পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন' থাকে? থাকে না। থাকে না, কারণ, থাকাটা নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত কোনও বইও বাংলাদেশের বইমেলায় থাকে না। থাকে না ব্যাপারটা এখন 'তুমিও যাবে না, আমিও যাব না, বুঝলে নটবর' গোছের হয়েছে।"

উদারতার প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনাই চলে না বাংলাদেশের, সেকথাও বুঝিয়ে দিয়েছেন লেখিকা। ফেসবুকে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তার মেলায় এতকাল ঢুকতে না দিলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ঢুকতে তো দিয়েছেই, রীতিমতো জামাই আদরে রেখেছে। পশ্চিমবঙ্গের নিঃস্বার্থ ভূমিকা প্রশংসার দাবিদার। কিন্তু এত উদারতা দেখেও উদারতা শেখেনি বাংলাদেশ। কিছু লোক আছে, অন্যের বাড়িতে বছরের পর বছর নেমন্তন্ন খেয়ে বেড়ায়, কিন্তু অন্যকে কখনও নিজের বাড়িতে নেমন্তন্ন করে না। এমন বন্ধু কিন্তু থাকার চেয়ে না থাকাই ভালো।" উল্লেখ্য, মঙ্গলবার উদ্বোধন হয়েছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯৯৬ সাল থেকেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জায়গা পেয়েছে বাংলাদেশ।
  • উদারতার প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনাই চলে না বাংলাদেশের, সেকথাও বুঝিয়ে দিয়েছেন লেখিকা।
Advertisement