সুপর্ণা মজুমদার: নিচে বসার জন্য প্লাস্টিকের চেয়ার। আর মাথার উপরে বনবন করে ঘুরতে থাকা ফ্যান, সিলিং ফ্যান। বাইরে আবার ঘোড়ার গাড়িতে করে সিনেমার পোস্টার নিয়ে আসা আরেক দল ফ্যান। এরা অবশ্য অনুরাগী। দুধাভিষেক, আরতির পর শুরু হল ‘মানুষ’। এ দৃশ্য বোধহয় সিঙ্গল স্ক্রিন বলেই দেখতে পাওয়া গেল। তাই জিতের ‘মানুষ’ দেখতে গিয়ে প্রথম উপলব্ধি, মাল্টিপ্লেক্সের পাশাপাশি এমন সিঙ্গল স্ক্রিনও প্রয়োজন। গৌরচন্দ্রিকার পর আসা যাক সিনেমার কথায়। কেমন হল ‘মানুষ’ (Manush)? ড্রাগ মাফিয়া, অসহায় বাবা, আর বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে জিতের (Jeet) এই সিনেমা। যাতে অ্যান্টি-হিরো জীতু কমল (Jeetu Kamal)।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দোর্দণ্ড প্রতাপ অফিসার অর্জুন মুখোপাধ্যায়। আদর্শ আর সৎ সাহস যার সম্পদ। এর জোরেই শহরের বেআইনি মাদকের কারবার তছনছ করে দেয় অর্জুন। ড্রাগ মাফিয়া মান্নানকেও (জীতু কমল) বেশ বেগ পেতে হয় তার জন্য। এই অর্জুনই আবার বাড়িতে পুরো ‘ফ্যামিলি ম্যান’। মিলি নামে এক মিষ্টি মেয়ের বাবা। কিন্তু কী এমন ঘটল, যার জন্য এমন একজন মানুষকে ড্রাগ লর্ড ভিক্টর হয়ে উঠতে হল? সে প্রশ্নের উত্তর সিনেমা হলে গেলেই মিলবে।
[আরও পড়ুন: বলিউডে ‘ব্রাত্য’ ববি কাঁপিয়ে দিলেন ‘অ্যানিম্যাল’ ট্রেলারে! দাদা সানির মতোই দাপুটে কামব্যাক?]
নিজের প্রযোজনাতেই নিজের সিনেমা তৈরি করেন জিৎ। এবার তাঁর ‘মানুষ’-এর পরিচালনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমাদ্দার। টক-ঝাল-মিষ্টি, সবরকম স্বাদের মিশেলে পুরোপুরি বাণিজ্যিক সিনেমা তৈরি করেছেন তিনি। ছবির প্রথমার্ধে শুধুমাত্র জিতের আগমনের দৃশ্যে অ্যাকশন দেখা যায়। বাকিটা যেন সিনেমার ভূমিকা। বিশেষ এক্সপেরিমেন্টের দিকে যাননি জিৎ। অনুরাগীরা নায়ককে যেভাবে দেখতে পছন্দ করেন, ঠিক সেভাবেই তিনি ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। আর অ্যাকশনের খামতি দ্বিতীয়ার্ধে মিটিয়ে দিয়েছেন।
জিতের পাশাপাশি ছবিতে নজর কেড়েছেন জীতু কমল। ‘ছোটা’ মান্নান থেকে ‘নমাজি’ মান্নান হওয়ার জন্য তাঁর প্রশংসা প্রাপ্য। সুস্মিতা চট্টোপাধ্যায় নিজের ভূমিকা পালন করেছেন। মিলির চরিত্রে অয়ন্যা চট্টোপাধ্যায় সাবলীল। এনকাউন্টার স্পেশ্যালিস্ট মন্দিরা হিসেবে বিদ্যা সিনহা মিমের মুখে আরও একটু অভিব্যক্তি থাকলে ভালো লাগত। আকবরের চরিত্রে সৌরভ চক্রবর্তী বেশ ভালো। জিতের সিনেমার নির্দিষ্ট দর্শক রয়েছে। ‘মানুষ’ দেখতে সিনেমা হলে এলে তাঁরা নিরাশ হবেন না।
সিনেমা – মানুষ
অভিনয়ে – জিৎ, জীতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায়, অয়ন্যা চট্টোপাধ্যায়, বিদ্যা সিনহা মিম, সৌরভ চট্টোপাধ্যায়, কৌশিক চক্রবর্তী, সুমিত গঙ্গোপাধ্যায়, প্রদীপ ধর, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সোমনাথ কর, ভাস্কর দেব
পরিচালনা – সঞ্জয় সমাদ্দার