গোবিন্দ রায়: বেসরকারি হাসপাতালে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) চিকিৎসায় আপত্তি নেই, আদালতে জানাল ইডি। এরপরই বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হবে বলেই খবর।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আরজি জানান কালীঘাটের কাকুর আইনজীবীর। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাই কোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি। এরপরই চিকিৎসা নিয়ে ইডিকে নিজেদের অবস্থান জানাতে বলে আদালত। এরপরই গত সপ্তাহে এসএসকেএম থেকে সুজয়কৃষ্ণের রিপোর্ট নেয় ইডি। তা দেখানো হয় জোকা ইএসআই হাসপাতালে।
[আরও পড়ুন: সাতসকালে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এসি, আপাতত বন্ধ রিজার্ভেশন]
এরপরই আজ অর্থাৎ বুধবার মামলার শুনানিতে ইডি জানান, অবিলম্বে সুজয়কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচার প্রয়োজন। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হলে ইডির সমস্যা নেই বলেও জানানো হয়েছে। আদালতের নির্দেশ, এসএসকেএম হোক বা তার পছন্দের বেসরকারি হাসপাতাল, যেখানে খুশি চিকিৎসা করাতে পারে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে অস্ত্রোপচার, নির্দেশ আদালতের।