shono
Advertisement
Home Decor Tips

বাড়িতে এই ৩ জিনিস এখনও রেখে দিয়েছেন? সর্বনাশ, বিপদ হল বলে!

এই টিপসগুলি আপনার কাজে লাগবেই।
Published By: Sayani SenPosted: 06:34 PM Feb 08, 2025Updated: 06:34 PM Feb 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে অফিস আবার আরেকদিকে সংসারের নিত্যদিনের কাজ। সব কিছু সামলে বাড়ি গোছানো আর তেমন হয়ে ওঠে না। তাই দিনের পর দিন বাড়িতে জমছে অব্যবহৃত জিনিসপত্র। তার থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। যার ফলে অসুস্থতার সম্ভাবনাও রয়েছে। নিজে এবং পরিজনেরা যাতে অসুস্থ হয়ে না পড়েন তাই চলুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস বাড়িতে থাকলে হতে পারে চরম বিপদ।

Advertisement

বর্তমানে বেশিরভাগ বাড়িতে ননস্টিক কড়া, প্যান ব্যবহার হয়। আপনার ব্যবহার করা ননস্টিকের বাসনপত্রে কি চটা উঠে গিয়েছে? তবে ওই কড়া কিংবা প্যান ভুলেও ব্যবহার করবেন না। কারণ, দীর্ঘদিন ওই বাসনপত্রে রান্না করলে শরীর খারাপের সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়েকগুণ।

বঁটিতে সবজি কাটা অনেকেই ছেড়ে দিয়েছেন। অভ্যাস বদলে রান্নাঘরে জায়গা করে নিয়েছে ছুরি। সেক্ষেত্রে চপিং বোর্ড এখন হালফিলের প্রত্যেক রান্নাঘরেই পাওয়া যায়। কিন্তু আপনি কি প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহার করেন? আর তা ভাঙছে না বলে বছরের পর বছর ব্যবহার করে চলেছেন? তবে আজই সাবধান হোন। প্লাস্টিক একেই শরীরের পক্ষে ক্ষতিকর। তার উপর তা দীর্ঘদিন ব্যবহার করলে পেটের সমস্যা হতে পারে বলেই মনে করছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা।

বাড়িতে সুগন্ধ এবং মনোরম পরিবেশ তৈরির জন্য সেন্টেড ক্য়ান্ডেল ব্যবহার করেন অনেকেই। ভুলেও দিনের পর দিন তা বাড়িতে ফেলে রাখবেন না। কারণ, সেন্টেড ক্যান্ডেলে ব্যবহৃত কেমিক্যাল শারীরিক নানা ক্ষতি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই নিজের গৃহকোণের সুস্বাস্থ্যের কথা ভেবে ব্যবহৃত সেন্টেড ক্যান্ডেলকে আজই বিদায় নিন। নইলে বড়সড় বিপদ কিন্তু আসন্ন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেন্টেড ক্য়ান্ডেল দীর্ঘদিন বাড়িতে ফেলে রাখবেন না।
  • খারাপ হয়ে যাওয়া ননস্টিক প্যান রাখবেন না বাড়িতে।
  • প্লাস্টিক চপিং বোর্ড দীর্ঘদিন ব্যবহার করবেন না।
Advertisement