shono
Advertisement
Silver Fish for Vastu

বাস্তু মেনে বাড়ির এই স্থানে রুপোর মাছ রাখলেই দুয়ারে লক্ষ্মী! সংসার ভরবেই ধন-সম্পদে

বাস্তুমতে বাড়িতে রুপোর মাছ রাখা উচিত।
Published By: Sayani SenPosted: 05:03 PM Dec 05, 2025Updated: 05:57 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সুখসমৃদ্ধি কে না চান? সকলেই তা পছন্দ করেন। আর সেই আশায় বহু গৃহস্থ বাস্তুমতে নানা নিয়মকানুন মেনে চলেন। তাতে শ্রীবৃদ্ধি হয় বলেই মনে করেন অনেকে। ঠিক যেমন বাস্তুমতে বাড়িতে রুপোর মাছ রাখা উচিত। রুপোর রাখতে না পারলে পিতল হলেও মন্দ হবে না। কারণ, এই দু'টিই সংসারের জন্য অত্যন্ত শুভ। তবে বাড়িতে শুধু রাখলেই হবে না। মানতে হবে বেশ কিছু নিয়মকানুন।

Advertisement

* প্রথমেই জেনে নেওয়া যাক রুপোর মাছ কোথায় রাখা উচিত। বাস্তুশাস্ত্রবিদদের মতে, ঘরের পূর্ব কিংবা উত্তর পূর্ব দিকে রুপোর মাছ রাখা উচিত।
* প্রতিদিন ওই রুপোর মাছ এবং সংলগ্ন জায়গা সবসময় পরিষ্কার রাখা উচিত। নইলে অশুভ প্রভাবে তছনছ হতে পারে সংসার।
* রোজ ঘুম থেকে উঠে রুপোর মাছটি দর্শন করুন। তাতে সংসারে শ্রীবৃদ্ধি হবে। তবে বাসি পোশাকে দর্শন না করাই ভালো। তাতে সংসারের ক্ষতি হতে পারে।

* কেউ কেউ ছোট রুপোর মাছ মানিব্যাগেও রাখেন। তাতে আয় বৃদ্ধি হতে পারে। হবে টাকার বৃষ্টি।
* আপনি কি কর্মজীবনে সফল হতে চান? বেতন বৃদ্ধি চান? তবে অবশ্যই অফিসেও আপনার টেবিলের আশেপাশে রুপোর মাছ রাখতে পারেন। তাতে সাফল্য আসবেই।

* আবার বাড়ির অ্যাকোয়ারিয়ামেও রুপোর মাছ রাখতে পারেন। আর না হলে রুপোলি রঙের মাছ রাখতে পারেন। তাতেই হবে সংসারের শ্রীবৃদ্ধি।
* বাস্তুশাস্ত্রবিদদের মতে, বাড়িতে রুপোর মাছ রাখার বেশ কয়েকদিনের মধ্যে নাকি সুসংবাদ পাওয়া সম্ভব।

শুধু বাংলা নয়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বুন্দেলখণ্ডের বহু গৃহস্থ বাড়িতে রুপোর মাছ রাখেন। এমনকি দীপাবলি এবং ধনতেরসের পুজোতেও নাকি বাধ্যতামূলক রুপোলি মাছ। আবার কারও মেয়ের বিয়েতেও রুপোলি মাছ দেওয়ার প্রথা রয়েছে। তাতে সংসার সুখসমৃদ্ধিতে ভরে ওঠে বলেই মনে করেন বহু গৃহস্থ। দাম্পত্য সম্পর্কও হবে আরও বেশি সুখময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাস্তুমতে বাড়িতে রুপোর মাছ রাখা উচিত। রুপোর রাখতে না পারলে পিতল হলেও মন্দ হবে না।
  • কারণ, এই দু'টিই সংসারের জন্য অত্যন্ত শুভ।
  • তবে বাড়িতে শুধু রাখলেই হবে না। মানতে হবে বেশ কিছু নিয়মকানুন।
Advertisement