shono
Advertisement
Durga Puja 2024

পুজোর আগে বেডরুমের ভোল বদলান, ছুটির কটা দিন বাড়িতে থাকতে চাইলে মোক্ষম টিপস

পুজোর ভিড়ে না বেরিয়ে একান্তে কাটাতে চাইলে ৮ নম্বর টিপস অবশ্যই পড়ুন।
Published By: Sandipta BhanjaPosted: 08:38 PM Sep 07, 2024Updated: 08:38 PM Sep 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ভিড়ে বেরতে ভালো লাগে না? অনেকেই রয়েছেন ব্যস্ত শিডিউল থেকে এই কটা দিন ছুটি পেলে বাড়িতে থাকতে পছন্দ করেন। এদিকে তিলোত্তমার ন্যায়বিচার অধরা থাকায় মন কারাপ অনেকেরই। অফিস থেকে বাড়ি ফেরার পর মন যেন আরও ভারাক্রান্ত। পুজোর আগে বেডরুমের ভোল বদলে ফেললে মন চাঙ্গা হতে বাধ্য। কীভাবে সাজাবেন? রইল টিপস।

Advertisement

১) ঘরের ঝুল ঝেড়ে আসবাবপত্র পরিষ্কার করুন প্রথমে। বেডরুমে যত কম জিনিস রাখবেন, তত ভালো। ঘর ছোট হলে হালকা রং করুন। আর বড় হলে একদিকে দেওয়ালে ভাইব্র্যান্ট একটা রং করে দিন। দিব্যি হবে!

২) সেই দেওয়ালে প্রিয়জনদের সঙ্গে একটা ফ্রেম বা মনের মানুষের সঙ্গে ছবি রাখুন। কিংবা সিঙ্গল হলে নিজের একটা বড় ফ্রেমও রাখতে পারেন।

৩) ঘরের এককোণে আলো ঝুলিয়ে দিন। সেক্ষেত্রে বাজারচলতি অনেক আলো পাওয়া যায়, হয় সেটা ঝোলান, নয়তো অ্যাম্বার টুনি বাল্ব দারুণ মানাবে।

৪) দুটো পর্দা ব্যবহার করুন। একটা বাইরের ডিপ রঙের পর্দার হোক। আর ভিতরে থাকুক মানানসই হালকা প্যাস্টেল রঙের পর্দা। দিনের বেলা গাঢ় রঙের পর্দা সরিয়ে দিয়ে হালকাটা টেনে দিতে পারেন। আলো-বাতাস ঢুকবে। এতে ঘরে একটা পজিটিভ ভাইব আসবে।

৫) বেডসাইড টেবিলে ফুলদানিতে রাখুন ফুল। বেছে নিন হলুদ বা লাল বা সাদা রঙের ফুল। মন ভালো হতে বাধ্য।

৬) মন ভালো রাখতে চাদরের রং ভীষণ গুরুত্বপূর্ণ। হালকা প্যাস্টেল শেডের রং বাছুন। তার সঙ্গে ম্যাচিং বালিশের কভার।

[আরও পড়ুন: পুজোর আগে ঘর সাজাতে চান? আভিজাত্যের সঙ্গে রুচির মেলবন্ধনে হোক গৃহসজ্জা]

৭) হালকা একরঙের চাদরের উপর ছড়িয়ে দিন রংচঙে দু-তিনটে কুশন।

৮) পুজোর ভিড়ে না বেরিয়ে একান্তে কাটাতে চাইলে হালকা আলোয় বেডরুমে পছন্দের মিউজিক চালিয়ে সঙ্গীর সঙ্গে সময় কাটান। ওয়াইনে চুমুক দিন। একা থাকলেও করতে পারেন। কারণ ভালো থাকার জন্য সঙ্গীর প্রয়োজন হয় না।

[আরও পড়ুন: বাড়িতে পজিটিভ এনার্জি চান? পর্দার রঙেই ভাগ্য বদলান, রইল চমকপ্রদ টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর ভিড়ে বেরতে ভালো লাগে না? অনেকেই রয়েছেন ব্যস্ত শিডিউল থেকে এই কটা দিন ছুটি পেলে বাড়িতে থাকতে পছন্দ করেন।
  • পুজোর আগে বেডরুমের ভোল বদলে ফেললে মন চাঙ্গা হতে বাধ্য। রইল টিপস।
Advertisement