shono
Advertisement
Durga Puja Home Decor

পুজোয় নতুন করে সাজিয়ে তুলুন আপনার ঠাকুরঘর, রইল টিপস

পুজোর আগে কীভাবে নতুন রূপ দেবেন আপনার বাড়ির ঠাকুরঘরকে? রইল টিপস।
Published By: Arani BhattacharyaPosted: 07:18 PM Sep 09, 2025Updated: 07:18 PM Sep 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মরসুমে নিজেকে সাজিয়ে তোলা থেকে বাড়ির অন্দরমহলকে নতুন রূপ দেওয়া, সবকিছুরই জোরকদমে চলে প্ল্যানিং। তবে বাড়ির বিভিন্ন জায়গা সাজিয়ে তোলার পাশাপাশি সাজিয়ে তুলতে হবে পুজোয় আপনার ঠাকুরঘরও। তাই পুজোর আগে কীভাবে নতুন রূপ দেবেন আপনার বাড়ির ঠাকুরঘরকে? রইল টিপস।

Advertisement

যদিও বেশ ঝক্কির কাজ, তবুও সম্ভব হলে পুজোর আগে আপনার বাড়ির ঠাকুরঘর রঙ করে নিতে পারেন। উজ্জ্বল ও হালকা রঙ নির্বাচন করুন এক্ষেত্রে। ছোট জায়গা নিয়েই যেহেতু বাড়ির ঠাকুর ঘর সাজে তাই তা রঙ করাতেও খুব সমস্যা হবে বলে মনে হয় না।

ঠাকুরঘরের সিংহাসনটির ভোল বদলেও পুজোয় আপনার থাকুরঘরকে অন্য রূপ দিতে পারেন। যদি আপনার ঠাকুরঘরের সিংহাসনটি পুরনো হয় তাহলে চেষ্টা করুন তা পালিশ করে নেওয়ার জন্য। অথবা ওয়ালপেপার দিয়ে সাজিয়েও সিংহাসনের চেহারা পালটেও ঠাকুরঘরের ভোল বদলে ফেলতে পারেন।

পুজোর ওই চারদিন ঠাকুরঘরে আলপনা দিলে তা এক্কেবারে অন্যরকম লাগবে দেখতে। বাড়ির অন্দরেও সেক্ষেত্রে একতা পুজো পুজো ভাবে থাকবে। ঠাকুরঘরের প্রবেশের মুখে সুন্দর আলপনা দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার ঠাকুরঘর এই পুজোতে। চাইলে বিভিন্ন রঙ দিয়ে বানিয়ে ফেলতে পারেন রঙ্গোলিও।

পুজোর সময় আপনি নিজে সেজে ওঠার সঙ্গে সঙ্গে আপনার ঠাকুরঘর সাজিয়ে তোলার ক্ষেত্রে দেবদেবীর নতুন জামা, বিছানা, সাজ-সরঞ্জাম সবকিছুই নতুন কিনতে পারেন। এতে সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে পালটে যাবে ঠাকুর ঘরের ভোল। সঙ্গে পুজোর ওই চারদিন থাকুরঘরে সুগন্ধি ধূপ-ধুনো জ্বালাতে পারেন। এতে আপনার ঘরে পজিটিভিটিও বজায় থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্ভব হলে পুজোর আগে আপনার বাড়ির ঠাকুরঘর রঙ করে নিতে পারেন। উজ্জ্বল ও হালকা রঙ নির্বাচন করুন এক্ষেত্রে।
  • ছোট জায়গা নিয়েই যেহেতু বাড়ির ঠাকুর ঘর সাজে তাই তা রঙ করাতেও খুব সমস্যা হবে বলে মনে হয় না।
  • ঠাকুরঘরের সিংহাসনটির ভোল বদলেও পুজোয় আপনার থাকুরঘরকে অন্য রূপ দিতে পারেন।
Advertisement