shono
Advertisement
Ganesh Chaturthi 2024

রাশি অনুযায়ী কোন রঙের গণেশ মূর্তি পুজো করলে ভাগ্যদেবী প্রসন্ন হবেন? জানুন

সংসারে সুখ-সমৃদ্ধি চান? আপনার রাশিতে কোন রঙের বিঘ্নহর্তার মূর্তি শুভ?
Published By: Sandipta BhanjaPosted: 02:25 PM Sep 05, 2024Updated: 02:28 PM Sep 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024)। ঘরে ঘরে গণপতি বন্দনার প্রস্তুতি তুঙ্গে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে রাশি অনুযায়ী গণেশ মূর্তির পুজো করুন। তাহলেই বিঘ্নহর্তার আশীর্বাদ লাভ করতে পারবেন। জীবনের সমস্ত কষ্ট দূর হবে।

Advertisement

এবার শুক্র ও শনিবার দুদিনেই পালিত হবে গণেশ চতুর্থী। পঞ্জিকা মতে, এদিন গণেশ পুজোর শুভ তিথি শুরু হবে শুক্রবার দুপুর ৩ টে থেকে। থাকবে শনিবার বিকেল ৫.৩৭ পর্যন্ত। জেনে নিন রাশি অনুযায়ী গণেশ চতুর্থীতে কোন রঙের মূর্তি স্থাপন করবেন? অনেকের বাড়িতেই বিঘ্নহর্তার মূর্তি রয়েছে। তাঁরা হয়তো সেই বিগ্রহকেই পুজো করবেন। কিন্তু অনেকের বাড়িতেই আবার নতুন মূর্তি এনে পুজো করার রেওয়াজ রয়েছে। তবে রাশি অনুযায়ী গণেশ মূর্তির রং ভুল হলেই কিন্তু বিপত্তি! তাই জেনে নিন কোন রাশির জন্য কোন রঙের গণেশ মূর্তি শুভ?

মেষ রাশি- গোলাপি কিংবা লাল রঙের বিঘ্নহর্তার মূর্তি আনুন। তাহলেই দূর হবে জীবনের দুঃখ, দুর্দশা।

বৃষ রাশি- যাঁরা এই রাশির জাতক, তাঁদের জন্য হালকা হলুদ রঙের গণেশ মূর্তি শুভ। সংসারে সুখ-শান্তি বিরাজ করবে।

মিথুন রাশি- হালকা সবুজ রঙের গণপতি মূর্তি পুজো করলে আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি, বাধা-বিপত্তি দূর হবে।

কর্কট রাশি- এই রাশির জাতকরা গণেশের সাদা মূর্তি পুজো করে মোতিচুরের লাড্ডু নিবেদন করুন।

সিংহ রাশি- সিঁদুরে রঙের গণেশ বিগ্রহ পুজো করলেই আপনাদের জীবনে সুখ, শান্তি বিরাজ করবে। বাড়বে সমৃদ্ধি।

কন্যা রাশি- গাঢ় সবুজ রঙের বিঘ্নহর্তার মূর্তি এনে পুজো করুন। পূরণ হবে সমস্ত মনোকামনা। কমলা রঙের ফুল দিয়ে পুজো করবেন।

তুলা রাশি- সুন্দর সাজ দেখে যে কোনও রঙের গণেশ মূর্তি কিনুন। সেই বিগ্রহ যাতে সকলকে আকৃষ্ট করে।

বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের জন্য লাল গণেশ মূর্তি সৌভাগ্য বয়ে আনবে। তবে মাথায় রাখবেন যাতে সাদা কিংবা হালকা বাসন্তী রঙের ধুতি বা পোশাক পরানো থাকে।

[আরও পড়ুন: বাড়িতে গণেশ পুজো করছেন? জেনে নিন কী করবেন, কী করবেন না]

ধনু রাশি- আপনারা হলুদ বা কমলা রঙের গণেশ মূর্তি বাড়িতে এনে পুজো করুন। সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। ফিরবে সৌভাগ্য।

মকর রাশি- শ্যামলা কিংবা ধূসর রঙের গণেশ প্রতিমা পুজো করুন। বিঘ্নহর্তাকে অপরাজিতা ফুল নিবেদন করবেন।

কুম্ভ রাশি- নীল রঙের ধুতি বা উত্তরীয় পরা দাঁড়ানো গণেশ মূর্তিকে বাড়িতে নিয়ে এসে আরাধনা করুন। জীবনের বাধাবিপত্তি দূর করতে পারবেন নিজস্ব বুদ্ধিতে।

মীন রাশি- এই রাশির জাতকরা হলুদ বা বাসন্তী রঙের বিঘ্নহর্তার মূর্তি এনে পুজো করুন। সৌভাগ্য বৃদ্ধি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার শুক্র ও শনিবার দুদিনেই পালিত হবে গণেশ চতুর্থী।
  • পঞ্জিকা মতে, এদিন গণেশ পুজোর শুভ তিথি শুরু হবে শুক্রবার দুপুর ৩ টে থেকে। থাকবে শনিবার বিকেল ৫.৩৭ পর্যন্ত।
  • জেনে নিন রাশি অনুযায়ী গণেশ চতুর্থীতে কোন রঙের মূর্তি স্থাপন করবেন?
Advertisement