একজন মানুষ সারাজীবনের সঞ্চয় দিয়ে বহু কষ্টে বাড়ি তৈরি করেন। সেই বাড়ি শুধু মাথা গোঁজার ঠাঁই নয়। কত স্মৃতির কোলাজ। ফেংশুই মতে কথিত আছে, শুধু স্মৃতির কোলাজ নয়। ওই বাড়ির সঙ্গে জুড়ে রয়েছে আপনার ভাগ্যও। বাড়িতে কী রাখছেন না রাখছেন তাঁর সঙ্গে আপনার জীবনের চড়াই উতরাই, ওঠাপড়া সম্পর্কযুক্ত। তাই জেনে নিন কোন কোন জিনিস আপনার বাড়িতে রাখলে মিলবে সুফল।
বাড়িতে অনেকেই রাখেন লাফিং বুদ্ধা। চিনা লোককথা থেকে আসা বুদাই বা হোতেই নামে পরিচিত একজন হাসিখুশি সন্ন্যাসী হলেন তিনি। বড় পেট, মুখে হাসি, এবং প্রায়শই একটি কাপড়ের থলি নিয়ে থাকেন। ফেংশুই মতে, এই লাফিং বুদ্ধা গৃহস্থের জন্য অত্যন্ত শুভ। নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা নিয়ে আসে বাড়িতে। তাই বাড়ির পূর্ব, দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা শুভ। তাই আপনিও লাফিং বুদ্ধা বাড়িতে রাখতে পারেন।
লাকি বাম্বুও এখন বাড়ির অন্দরসজ্জায় ব্যবহার করেন অনেকে। সমস্ত বাধা কাটিয়ে সাফল্য়ের পথে এগোতে চাইলে আপনিও বাড়িতে এটি আনতেই পারেন। কোন জায়গায় রাখা হচ্ছে লাকি বাম্বু, তার উপরও ফল অনেকটা নির্ভর করে। পূর্ব এবং উত্তর-পূর্ব দিক হল লাকি বাম্বু রাখার আদর্শ স্থান। এ ছাড়া, বাড়িতে ঢোকার মুখেও লাকি বাম্বু রাখা যেতে পারে। শোওয়ার ঘর ও বসার ঘরও লাকি বাম্বু রাখার জন্য ভালো।
ফেংশুই মতে, বাড়িতে অর্থকষ্ট দূর করতে চাইলে জেড প্ল্যান্টের কোনও বিকল্প নেই। তাই বাড়ির পূর্ব দিকে বা উত্তর-পূর্ব কোণে এই গাছ রাখতেই পারেন। বাড়ির প্রবেশদ্বারে এই গাছ রাখলে সংসারের শ্রীবৃদ্ধি হয়।
তিন পা যুক্ত ব্যাং ফেংশুই মতে অত্যন্ত শুভ। আপনিও চাইলে এই ধরনের ব্যাং বাড়িতে রাখতেই পারেন। এই মূর্তি মাটিতে স্থাপন করবেন না। কিছুটা উঁচুতে কোনও টেবিলে কিংবা ক্যাবিনেটের নিচে রাখতে পারেন। কোনওভাবে তা নোংরা না হয়, সেদিকে খেয়াল রাখুন।
ফেংশুই মতে, ঘর সাজাতে ঝরনা ব্যবহার করতে পারেন। উত্তর পূর্ব দিক, পূর্ব দিক এবং উত্তর দিকে রাখতে হবে। তাতে আপনার দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। বাড়বে গৃহসুখও।
এই নিয়মগুলি মেনে ঘর সাজান। তাতেই হবে উন্নতি। আপনার গৃহকোণ সুখশান্তিতে ভরে উঠুক।
