shono
Advertisement
Lifestyle News

জানালা-দরজার কাঁচে জেদি দাগ তুলতে নাজেহাল? পিঁয়াজেই লুকিয়ে সমস্যার সমাধান

এক নিমেষেই চলে যাবে জেদি দাগ। রইল টিপস। 
Published By: Arani BhattacharyaPosted: 04:46 PM Sep 11, 2025Updated: 04:48 PM Sep 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে বাড়ির অন্দরমহলের ভোল পালোতে ফেলতে তৎপর প্রায় সকলেই। বাড়ির আসবাবপত্র থেকে জানালা, দরজা। সবকিছুকে পরিষ্কার করে ঝকঝকে করে তুলতে নানা উপায় অবলম্বন করতে হয়। জানালা-দরজা বা বিভিন্ন কাচের আসবাবপত্রে জেদি দাগ তুলতে বেশ সমস্যা হয়। কিন্তু জানেন কি আপনার হেঁশেলে থাকা পিঁয়াজ দিয়েই এই সমস্যার সমাধান করতে পারেন আপনি। এক নিমেষেই চলে যাবে জেদি দাগ। রইল টিপস। 

Advertisement

পিঁয়াজে থাকা প্রাকৃতিক অ্যাসিড ও বিভিন্ন যৌগ আপনার বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও জানালা-দরজার কাঁচে থাকা জেদি দাগ এক নিমেষেই মুছে ফেলতে পারে।

আপনার হেঁশেলে থাকা পিঁয়াজ নিয়ে তা মাঝখান থেকে কেটে কাচের উপর ঘষে নিন। দেখবেন কীভাবে নিমেষের মধ্যে কাচে থাকা জেদি দাগ উঠে গিয়েছে।

কাঁচের মধ্যে পিঁয়াজ ঘষে নিয়ে একটি শুকনো পুরনো কাগজ বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকা করে মুছে নিলে নতুনের মতো দেখাবে কাচের সামগ্রী।

বাজারচলতি বিভিন্ন রাসায়নিক স্প্রে যেগুলি পাওয়া যায় তা অনেকসময়ই ব্যবহারের পর কাচের উজ্জ্বলতা কমিয়ে দেয়। শুধু তাই নয় অনেকসময় বাড়িতে শিশু থাকলে রাসায়নিক জিনিস ব্যবহারের বদলে প্রাকৃতিক জিনিসের উপরই ভরসা রাখেন। সেক্ষেত্রে হেঁশেলে থাকা পিঁয়াজ হতে পারে চটজলদি সমাধান।

শুধু তাই নয় প্রচুর সময়ও বাঁচে এক্ষেত্রে। মাত্র ৬০ সেকেন্ডেই আপনার জানালা বা দরজা বা আয়না, টেবিল কাচ পরিষ্কার হবে পিঁয়াজ দিয়ে সহজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানালা-দরজা বা বিভিন্ন কাচের আসবাবপত্রে জেদি দাগ তুলতে বেশ সমস্যা হয়।
  • পিঁয়াজে থাকা প্রাকৃতিক অ্যাসিড ও বিভিন্ন যৌগ আপনার বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও জানালা-দরজার কাঁচে থাকা জেদি দাগ এক নিমেষেই মুছে ফেলতে পারে।
  • আপনার হেঁশেলে থাকা পিঁয়াজ নিয়ে তা মাঝখান থেকে কেটে কাচের উপর ঘষে নিন।
Advertisement