সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের মরশুম শুরু হয়েছে। নিজেকে এক্কেবারে সাজিয়ে গুছিয়ে ভোল পালটে ফেলার সময় বলা যায়। তাই চুলে মেহেন্দি লাগানো থেকে বিয়ের উৎসবে হাতে মেহেন্দি পরা, কোনওটাই বাদ যাবে না। আর এসবের মধ্যেই নিজের পছন্দের পোশাকে হেনা বা মেহেন্দির দাগ লেগে গেলে মনখারাপের শেষ নেই। তাই জেনে নিন। নিজের পছন্দের জামা থেকে কীভাবে এই দাগ তুলবেন। রইল ঘরোয়া টোটকা।
হেনা বা মেহেন্দির দাগ তুলতে ব্যবহার করতে পারেন গরম দুধ। জামার যে অংশে এই দাগ লাগবে সেই অংশে খানিকটা দুধ ঢেলে মিনিট ৩০ রেখে দিন। সময়মতো তা তুলে নিয়ে সাবান দিয়ে কেচে নিলেই জামা থেকে নিমেষে উধাও হবে মেহেন্দির দাগ।
ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভিনিগার বা লেবু আর সঙ্গে বেকিং সোডা। এই পদ্ধতি হল সবচেয়ে সহজ পদ্ধতি। ২-৩ চামচ বেকিং সোডার সঙ্গে ভিনিগার বা লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এরপর জামায় দাগ লয়াগা ওই অংশে তা কুড়ি মিনিট রেখে জামা কেচে ফেলুন, দেখবেন জামার দাগ উধাও হয়ে গিয়েছে।
আরও এক সহজ পদ্ধতি রয়েছে যা অনায়াসে আপনার জামায় লেগে থাকা মেহেন্দি বা হেনার দাগ তুলতে সাহায্য করবে। এক্ষেত্রে জামায় এই দাগের অংশটি বেশ কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রেখে দিতে পারেন অথবা গরম জলে জামাটা ভালোভাবে ফুটিয়েও নিতে পারেন। এতে জামায় লেগে থাকা দাগ উধাও হবে সহজে।
