সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই আলাদা করে দেবদেবীর আরাধনার জায়গা থাকে। সেখানেই নিত্যদিনের পূজার্চনা হয়। গৃহস্থরা বিশ্বাস করেন, তাতে সংসার ভরে ওঠে সুখসমৃদ্ধিতে। আর নিত্যদিনের পূজার্চনায় সামান্য ত্রুটি বিচ্যুতি হলেই বিপদ। নাকি ঘোরতর অমঙ্গল হতে পারে সংসারের। বাস্তুশাস্ত্রবিদদের মতে, সিংহাসনে কোন দেবদেবী রাখবেন আর কোথায় রাখবেন - সেই সংক্রান্ত সামান্য ভুলও নাকি বড়সড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই সেক্ষেত্রে বাস্তুশাস্ত্রবিদদের পরামর্শ মেনে চলা উচিত। জেনে নিন ঠিক কোন কোন নিয়ম মানা প্রয়োজন।
* বাড়ির ঈশান কোণ সবচেয়ে বেশি মঙ্গলময়। তাই সেখানেই বাড়ির সিংহাসন রাখতে পারেন। অন্য কোনও জায়গায় রাখলে অমঙ্গল হতে পারে।
* এছাড়া বাড়ির পূর্ব কিংবা উত্তর দেওয়ালে দেবদেবী বিগ্রহ কিংবা ছবি রাখতে পারেন। নইলে অমঙ্গল হতে পারে।
* বাস্তুশাস্ত্রবিদদের মতে, হনুমানজি এবং শনিদেবকে ভুলেও একসঙ্গে বাড়িতে রাখবেন না। কারণ, হনুমানজি হলেন আপনার রক্ষাকর্তা। দু'জনকে পাশাপাশি রাখলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। তাই দুই দেবতাকে একসঙ্গে বাড়িতে না রাখাই ভালো।
* কোনও দেবদেবীর খুব ভয়ংকর ছবি কিংবা বিগ্রহ বাড়িতে রাখবেন না। তাতে সংসারে অশান্তি হতে পারে। ঠিক যেমন কালী প্রতিমার ক্ষেত্রে এই শর্ত বেশি প্রযোজ্য।
* একই সিংহাসনে দু'রকম শিবলিঙ্গ রাখবেন না। তাতে সংসারে সুখশান্তির ভারসাম্য নষ্ট হতে পারে। অশান্তি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।
* আবার বাস্তুশাস্ত্রবিদদের মতে, সিংহাসনে একই দেবদেবীর একাধিক বিগ্রহ কিংবা ছবিও রাখা উচিত নয়। তা সংসারে অমঙ্গলের কারণ হয়ে উঠতে পারে। তাই আজই সাবধান হোন।
* সিংহাসনে একই দেবদেবীর ছবি কিংবা বিগ্রহ থাকলে কোনও মন্দিরে দিয়ে দিতে পারেন। কিংবা নিরঞ্জনও করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই তিথি দেখে নিতে হবে। নইলে হতে পারে ঘোর সর্বনাশ।
