shono
Advertisement
Parents Day 2025

প্যারেন্টস ডে-তে মা-বাবার মন ভালো করতে চান? এই উপহারগুলি দিতে পারেন

প্যারেন্টস ডে উপলক্ষে মা-বাবাকে কী উপহার দেবেন? রইল টিপস।
Published By: Sandipta BhanjaPosted: 05:41 PM Jul 26, 2025Updated: 05:41 PM Jul 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বাবাদের জন্য সত্যিই কোনও স্পেশাল দিন হয় না। তবে এই নাড়ির টান উদযাপনের জন্য বিশ্ব ক্যালেন্ডারে একটি আলাদা দিন ধার্য করা হয়েছে। ২৬ জুলাই আন্তর্জাতিক প্যারেন্টস ডে। সেই উপলক্ষেই ঝটপট জেনে নিন বাবা-মায়েদের কী কী উপহার দেওয়া যেতে পারে।

Advertisement

১) পছন্দের গল্পের বইটি তাঁরা অনেক সময়ই সন্তানের পড়ার বই বা গল্পের বই কিনে দিতে গিয়ে মা-বাবারা কিনে উঠতে পারেন না। প্যারেন্টস ডে-র অছিলায় তাঁদের উপহার দেওয়া যেতে পারে প্রিয় বইটি।

২) যে মা-বাবারা তাঁদের অবসর সময় কাটান গাছের পরিচর্যায়, তাঁদের জন্য উপহার হিসেবে টব-সহ যে কোনও গাছের চারার চেয়ে ভালো কিছু হতেই পারে না। গাছের শিকড়ের মতোই যে মজবুত বাবা-মা-সন্তানের বন্ধন, তা আরও একবার মনে পড়বে সকলেরই।

৩) বিলিতি সুগন্ধী মাখতে পছন্দ করেন অনেক বাবা-মা। তবে নিজের জন্য কখনওই দামি সুগন্ধী কেনা হয়ে ওঠে না মা-বাবাদের। তাই দু'জনের প্রিয় ব্র্যান্ডের সুগন্ধী উপহারের মধ্যে রাখতে পারেন। এতে সন্তান ও মা-বাবার সম্পর্কে ছড়িয়ে পড়বে নতুন সুবাস।

৪) মা-বাবাকে ঘড়ি উপহার দিতেই পারেন। আজকাল দোকানে দু'জনের জন্যই কাপল-ওয়াচ-এর সেট বিক্রি হয়। বৃদ্ধ বাবা মা-কে সময় উপহার দেওয়ার মধ্যে দিয়েই দৃঢ় হবে সম্পর্কের বন্ধন।

৫) এছাড়াও পারিবারিক মুহূর্ত ফটোফ্রেমে বাঁধিয়ে দিতে পারেন। ঘরের দেওয়ালে সুসজ্জিত সব রঙিন মুহূর্ত দারুণ লাগবে দেখতে।

৬) কাস্টমাইজড কুশন আরেকটি ভালো অপশন। বাবা-মায়ের নামের আদ্যক্ষর বা একটি বিশেষ বার্তা লেখা কাস্টমাইজড কুশন উপহার দিতে পারেন।

৭) নিজের হাতে তৈরি একটি কার্ডে তাঁদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এটা হবে ব্যক্তিগত ছোঁয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারিবারিক মুহূর্ত ফটোফ্রেমে বাঁধিয়ে দিতে পারেন।
  • মা-বাবারা তাঁদের অবসর সময় কাটান গাছের পরিচর্যায়, তাঁদের জন্য উপহার হিসেবে টব-সহ যে কোনও গাছের চারার চেয়ে ভালো কিছু হতেই পারে না।
Advertisement