shono
Advertisement

Breaking News

Rainlily

বর্ষায় বাগান জুড়ে নানা রঙের রেনলিলি চান? জেনে নিন কীভাবে যত্ন নেবেন

বাগান নিয়ে নানা এক্সপেরিমেন্ট করার এটাই সঠিক মরশুম।
Published By: Arani BhattacharyaPosted: 09:39 PM Jun 07, 2025Updated: 09:39 PM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারিদিকে সবুজের সমাহারে বর্ষায় বাগানের চেহারা হয়ে ওঠে অন্যরকম। যাঁরা গাছপালা পছন্দ করেন, তাঁদের বাগান নিয়ে নানা এক্সপেরিমেন্ট করার এটাই যেন সঠিক মরশুম। বাড়ির বাগানে নানা ধরনের মরশুমি গাছ বসানো, বর্ষার বিশেষ ফুলে  বাগান বিলাসিতা থেকে দূরে থাকতে পারছেন না আপনিও? তাহলে আপনার বাগানে বসান পারেন বর্ষার বিশেষ ফুলগাছ রেনলিলি। কীভাবে যত্ন নেবেন এই ফুলের, রইল তার টিপস।

Advertisement

রেনলিলি বর্ষার অন্যতম বিশেষ ফুল। ছবি: সংগৃহীত।

১. বাড়ির বাগানে যেখানে পর্যাপ্ত রোদ পৌঁছায় সেখানে এই গাছ বসানোর চেষ্টা করুন। কারণ রেনলিলি গাছের পর্যাপ্ত রোদ প্রয়োজন হয়।

২.রেনলিলির গাছে নিয়মিত জল প্রয়োজন। তবে যেহেতু বর্ষার গাছ তাই বৃষ্টির জল পাওয়ার কারণে প্রয়োজন ছাড়া অতিরিক্ত জল এই গাছে দেবে না। এতে হিতে বিপরীত হতে পারে।

৩.রেনলিলি গাছের ক্ষেত্রে ঠিকঠাক মাটিরও প্রয়োজন। মূলত বালিমাটিতেই এই গাছ ভালো হয়। নিষ্কাশন যেহেতু এই গাছে প্রয়োজনীয় বিষয় তাই সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করে এই গাছ বসানোর চেষ্টা করবেন।

বাহারি শোভা রেনলিলির। ছবি:সংগৃহীত।

৪.এই গাছের পাতা হলুদ হয়ে গেলে তা কেটে ফেলে দেবেন। নাহলে গাছে হলুদ পাতা থাকলে তাতে গাছের স্বাস্থ্য নষ্ট হওয়ার ও ফুল ফোটার সম্ভবনা কম থাকে।

মোটামোটি এই চারটি বিষয় মাথায় রেখে বসিয়েই ফেলুন রেনলিলির চারা। বৃষ্টির সঙ্গে সঙ্গে তরতরিয়ে তা বাড়বে আর আপনার বাগানের শোভা বর্ধন করবে। আপনার বাগানের দিকে চোখ গেলে তারিফ না করে কেউ পারবেনই না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাঁরা গাছপালা পছন্দ করেন, তাঁদের বাগান নিয়ে নানা এক্সপেরিমেন্ট করার এটাই যেন সঠিক মরশুম।
  • বাড়ির বাগানে নানা ধরণের মরশুমি গাছ বসাতে যারা ভালোবাসেন তাঁরা এইসময় বর্ষার ফুলে সাজাতে পারেন বাড়ির বাগান।
  • বাড়ির বাগানে বসাতে পারেন বর্ষার ফুলগাছ রেনলিলি।
Advertisement