shono
Advertisement
Rooftop Garden

ভরা বর্ষায় ছাদ বাগানের যত্ন নিয়ে চিন্তিত? রইল টিপস

কীভাবে বাঁচাবেন বৃষ্টির হাত থেকে আপনার ছাদ বাগান?
Published By: Arani BhattacharyaPosted: 09:49 PM Jul 18, 2025Updated: 09:49 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাদ জুড়ে সবুজের সমাহার, টুপটাপ বৃষ্টি, বর্ষার ফুল একজন বাগান ও প্রকৃতিপ্রেমীর কাছে এটাই যেন স্বর্গরাজ্য। কিন্তু এই ভরা বর্ষায় ছাদের বাগানের যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ে। কীভাবে বাঁচাবেন বৃষ্টির হাত থেকে আপনার ছাদ বাগান জেনে নিন।

Advertisement


প্রতিটি গাছের টবের মধ্যে কিছুটা দুরত্ব বজায় রাখুন। টবগুলি খানিক দূরে রাখলে টবে জল জমবে না। একইসঙ্গে শখের বাগান যেখানে করেছেন অর্থাৎ আপনার ছাদ, সেটার যত্ন নিতেও ভুলবেন না। বর্ষার জল, গাছের পাতা জমে গেলে ছাদের ক্ষতি হবে তাই তা নিয়ম করে পরিষ্কার করুন।

গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা বর্ষাকালে কমবেশি দেখা যায়। টবের মাটিতে জল যাতে না হাকে সেদিকে নজর দেবেন। টবে জল যাতে না জমে থাকে তাই জল নিষ্কাশন ব্যবস্থার দিকেও গুরুত্ব দিতে হবে।

এই আবহাওয়াতে ছত্রাক ও নানারকম পোকার উপদ্রব বাড়ে যা আপনার শখের গাছ নষ্ট করে দিতে পারে। তাই কোনও গাছে এই সমস্যা দেখা দিলে তা অবিলম্বে সরিয়ে অন্যস্থানে রাখুন ও বাড়িতে বানানো কীটনাশক প্রয়োগ করুন যাতে ছত্রাকের আক্রমণ গাছে না হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিটি গাছের টবের মধ্যে কিছুটা দুরত্ব বজায় রাখুন। টবগুলি খানিক দূরে রাখলে টবে জল জমবে না।
  • একইসঙ্গে শখের বাগান যেখানে করেছেন অর্থাৎ আপনার ছাদ, সেটার যত্ন নিতেও ভুলবেন না।
  • বর্ষার জল, গাছের পাতা জমে গেলে ছাদের ক্ষতি হবে তাই তা নিয়ম করে পরিষ্কার করুন।
Advertisement