সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান যুগে স্বাস্থ্য সচেতন প্রায় সকলে। মেদ ঝরাতে অ্যাপেল সিডার ভিনিগার খান অনেকেই। শুধু মেদ ঝরাতেই নয়, নিত্যদিনের বাগানচর্চাতেও এই ভিনিগারের জুড়ি মেলা ভার। কেন বাগানের স্বাস্থ্য ফেরাতে অ্যাপেল সিডার ভিনিগার অত্যন্ত জরুরি, চলুন তা জেনে নেওয়া যাক।
* গাছের কোনও ক্ষতি না করে পিঁপড়ে, মাছির মতো ছোটখাটো পোকামাকড় মারতে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার।
* মাটির pH-এর ভারসাম্য রক্ষা হলে গাছে দ্রুত বৃদ্ধি ঘটে। সেক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার অত্যন্ত কার্যকরী।
* গাছের গোড়াকে পোকামাকড়ের আক্রমণমুক্ত করে অ্যাপেল সিডার ভিনিগার।
* অ্যাপেল সিডার ভিনিগার সঠিকভাবে প্রয়োগ করলে সারের মতো কাজে লাগে।
* বাগানের পাশে থাকা ঘরে মশার উপদ্রব সাধারণত বেশি হয়। তবে বাগানে অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করলে সে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারের আগে মাথায় রাখা প্রয়োজন:
* সরাসরি গাছের গোড়ায় অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করবেন না।
* অবশ্যই জলে মিশিয়ে তবেই ব্যবহার করতে হবে।
* সব গাছের ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার সমান উপকারী নয়।
* রোজ রোজ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে গাছ চর্চা করবেন না।
* পোকামাকড় নিধনের ক্ষেত্রে সপ্তাহে একবার, মাটির pH ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মাসে একবার অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করা প্রয়োজন।
