shono
Advertisement

বদলাচ্ছে শাহের সফরসূচি, উত্তরবঙ্গের বদলে বাংলা সফরের শুরুতে যাবেন সুন্দরবন!

৬ মে দিল্লি ফিরবেন শাহ।
Posted: 11:22 AM May 03, 2022Updated: 12:34 PM May 03, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দলের এই টানাপোড়েনের মাঝেই আগামিকাল বঙ্গসফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আসার দিন একই থাকলেও পরিবর্তন হল তাঁর সফরসূচিতে। উত্তরবঙ্গের বদলে বাংলা সফরের শুরুতে যাবেন সুন্দরবন। ৬ তারিখ দিল্লি (Delhi) ফিরবেন শাহ।

Advertisement

জানা গিয়েছে, ৪ তারিখ কলকাতায় পৌঁছলেও ওইদিন কোনও কর্মসূচি নেই শাহের। ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার প্রথমে সুন্দরবন যাবেন তিনি। সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফ জওয়ানদের সঙ্গে। এরপর দুপুরে শাহ যাবেন শিলিগুড়ি। সেখানে রোড শো হওয়ার কথা। জনসভা করতে পারেন শাহ। রাতে শিলিগুড়িতেই থাকবেন তিনি। ৬ তারিখ সকালে উত্তরবঙ্গের তিনবিঘা এলাকা পরিদর্শন করবেন শাহ। দুপুরে ফিরবেন কলকাতায়। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক করলেন দলের সাংসদ-বিধায়কদের সঙ্গেও।

[আরও পড়ুন: ইদের সকালে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, আরও দু’দিন চলবে বৃষ্টি]

বিজেপি সূত্রে খবর, বৈঠক সেরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন অমিত শাহ। সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে রাতের আহার সারবেন তিনি। এরপর বিশিষ্টজনদের সঙ্গে দেখা করার কথা রয়েছে শাহের। তারপর ফিরবেন দিল্লি। তবে এই সূচি প্রয়োজনে বদল হতে পারে বলেই খবর। 

উল্লেখ্য, এক বছর আগে মূলত তাঁরই দেওয়া স্লোগান ‘অব কি বার, দোশো পার’ মুখ থুবড়ে পড়ার পর থেকে বাংলায় আর পা দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ সময় পর বাংলা সফরে আসছেন তিনি। সরকারি সফর হলেও বঙ্গ বিজেপির নেতাদের অনুনয়, বিনয় ঠেলতে না পেরে দলের নেতাদের সঙ্গে কথা বলতেও রাজি হয়েছেন শাহ। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ বিজেপির কোন কোন নেতার সঙ্গে কথা বলা ঠিক হবে, আর কাদের বাদ দেবেন, তা তিনি ঠিক করে উঠতে পারেননি এখনও পর্যন্ত। তবে সবদিক সামলে আলোচনায় নামের তালিকায় কাকেই বা রাখবেন আর কাকেই বা বাদ দেবেন, সেই কঠিন হিসেব সফরের আগে শাহ যে মেলানোর চেষ্টা করবেন তা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: ‘মিরাকল ছাড়া কিছু না’, বিয়েবাড়িতে এসে ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতা জানালেন বাবা ও মেয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement