shono
Advertisement

ভারতে পরমাণু হামলার যোগ্যতা কোনওদিনই হবে না পাকিস্তানের!

ভারত এখন বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান অর্থনীতি৷ বার্ষিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় এদেশের সেনাবাহিনীর পিছনে৷ The post ভারতে পরমাণু হামলার যোগ্যতা কোনওদিনই হবে না পাকিস্তানের! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 AM Jun 05, 2016Updated: 08:45 PM Jun 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত পাক পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তান চাইলে নাকি কয়েক মিনিটে দিল্লিকে মানচিত্র থেকে মুছে দিতে পারে৷ অবশ্য তাঁর বক্তব্যকে স্রেফ ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা৷ তাঁদের মতে, ভারতের পরমাণু অস্ত্রভাণ্ডারের সঙ্গে পাল্লা দেওয়ার ‘দিবাস্বপ্ন’ দেখছে পাকিস্তান৷ শুধু মুখের কথায় নয়, যুক্তি ও পরিসংখ্যান দিয়ে ‘খ্যাপা’ পাক বিজ্ঞানীর বক্তব্যকে খণ্ডন করেছেন ভারতীয় সমর-বিশেষজ্ঞরা৷

Advertisement

তাঁরা বলছেন, ইসলামাবাদ যতই নয়াদিল্লির অস্ত্রভাণ্ডারের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করুক না কেন, তাদের সেই আর্থিক মেরুদন্ড নেই৷ ভারতের মতো ‘ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) সিস্টেম’ তৈরি করতে গেলে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান৷ আবার উন্নত কোনও দেশের কাছ থেকে ওই প্রযুক্তি আমদানি করার খরচও পাকিস্তানের আর্থিক সামর্থ্যে কুলোবে না৷ প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়াতে গেলে পাকিস্তান তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়বে৷ আধুনিক মার্কিন যুদ্ধবিমান কিনতে গিয়েই ল্যাজেগোবরে হতে হয়েছে পাকিস্তানকে৷

অন্যদিকে, ভারত গত ১৫ মে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ‘বিএমডি’ নির্মাণে সাফল্যের মুখ দেখেছে৷ রাশিয়া, আমেরিকা ও ইজরায়েলের পর ভারতই একমাত্র দেশ যারা সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে ‘বিএমডি’ তৈরি করে ফেলেছে৷ গুটি গুটি পায়ে ভারত যে কোনও মিসাইলের আঘাত থেকে রক্ষাকবচ অর্জনের পথে এগোচ্ছে৷ এ কথা মেনে নিয়েছে মস্কোর ‘সেন্টার ফর প্রলিফেরেশন প্রোগ্রাম’ও৷

পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তানের হাতে ভারতে হামলা চালানোর মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্রও নেই৷ বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো বৃহৎ দেশকে চারদিক থেকে ঘিরে ফেলে হামলা চালাতে যত পারমাণবিক অস্ত্র লাগবে, ততগুলি মিসাইল বানাতে পাকিস্তানের প্রায় অর্ধ-শতাব্দী সময় লাগবে৷ অন্যদিকে এদেশের নিরাপত্তা সংক্রান্ত গবেষণা যে গতিতে এগোচ্ছে, আগামী ৫০ বছরে ভারত যে কোনও ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার মতো রক্ষাকবচ বানিয়ে ফেলবে৷

এবার আসা যাক পরমাণু সংক্রান্ত গবেষণায় ভারতের বার্ষিক বরাদ্দের আলোচনায়৷ ভারত এখন বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান অর্থনীতি৷ বার্ষিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় এদেশের সেনাবাহিনীর জন্য৷ ভারতের আগে মাত্র চারটি দেশ সেনার পিছনে এই বিপুল ব্যায় বরাদ্দ করার সাধ্য রাখে৷ অন্যদিকে, পাকিস্তানের বার্ষিক বাজেট মাত্র ৭.৬ বিলিয়ন ডলারের আশেপাশে৷ ওই বাজেটে ভারতের উপর হামলা চালিয়ে রাজধানী ধ্বংস করে দেওয়ার ‘হুমকি’ সত্যি হাস্যকরই বলে মনে করছে আন্তর্জাতিক মহল৷

The post ভারতে পরমাণু হামলার যোগ্যতা কোনওদিনই হবে না পাকিস্তানের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement