সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওয় এক চিকিৎসক সহজ করে বুঝিয়ে বললেন, কী করে স্ত্রীকে ‘উচিত শিক্ষা’ দিতে হবে৷ স্ত্রীকে মারধর থেকে শুরু করে শারীরিক নিগ্রহের সহজপাঠ দিয়ে এখন ওই ‘থেরাপিস্ট’ অনলাইনে কুখ্যাত হয়ে উঠেছেন৷
এডব্লিউনিউজ ডট কমের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদির জাতীয় টেলিভিশনে ওই ভিডিওটি সম্প্রচারিত হয়৷ কিন্তু সে দেশে মিডিয়ার উপর কঠোর সেন্সরশিপ লাগু থাকায় ভিডিওটি দেশের বাইরে আসেনি এতদিন৷ সম্প্রতি এক মার্কিন রিসার্চ ইনস্টিটিউট ওই ভিডিওটি হাতে পায় ও ইউটিউবে আপলোড করে৷ তারপর থেকেই বিশ্বজুড়ে ওই ভিডিওর বিরুদ্ধে প্রবল সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে৷
অভিযুক্ত থেরাপিস্ট খালিদ আল সাকাবি ওই ভিডিওয় দাবি করেছেন, “স্ত্রীকে পেটানো সহজ নয়, কিন্তু আল্লাহ চাইলে আমরা সহজেই সে বাধা পেরোতে পারি৷” পরের বক্তব্য আরও বিস্ফোরক, “স্ত্রীকে মারধরের জন্য ইসলামিক নিয়ম মেনে চলতে হবে৷ মনে রাখতে হবে, স্ত্রীকে মারধর করাটা একটা নিয়মানুবর্তিতা৷ রাগ প্রকাশের মাধ্যম নয়৷” ভিডিওয় তাঁকে এও বলতে শোনা গিয়েছে, “স্ত্রীকে মারতে হলে কোনও রড বা ধারাল অস্ত্র নয়, মারুন রুমাল দিয়ে৷ কারণ, তাঁকে বুঝিয়ে দিতে হবে, স্বামীর প্রতি কর্তব্যে পালনে তিনি গাফিলতি দেখিয়েছেন৷”
দেখুন ভিডিও:
The post বউ পেটাবেন কী করে, ভিডিওয় শেখালেন সৌদি চিকিৎসক! appeared first on Sangbad Pratidin.