সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদ মাধ্যমের দৌলতে 'ফেসবুক আইডি ক্লোন' শব্দটি আর অপরিচিত নয়। আপনার অজান্তেই আপনার তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে জালিয়াতরা। সাধারণত বড় বড় শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের প্রোফাইল এভাবে ক্লোন করে অসামাজিক, অনৈতিক কারবার করা হয়ে থাকে। অভিযোগও জমা পড়ে ভুরিভুরি। তবে সাম্প্রতিক সময়ে অভিনব এই জালিয়াতির হাত থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষও।
সম্প্রতি দেশের নানা প্রান্তে এই ধরনের জালিয়াতির উদাহরণ নজরে এসেছে তদন্তকারীদের। সাইবার বিশেষজ্ঞদের দাবি, ফেসবুক ক্লোন হল প্রতারকদের কাছে জালিয়াতির এক নয়া কায়দা। নতুন অ্যাকাউন্ট খুলেছেন এমন ব্যক্তিদের শিকার বানায় এরা। তাঁর ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম আর একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলা হয়। সেখান থেকে ব্যক্তির চেনা পরিচিতদের পাঠানো হয় 'ফ্রেন্ড রিকোয়েস্ট' তা 'অ্যাকসেপ্ট' হলেই শুরু হয়ে যায় জালিয়াতি। অপরাধীরা অর্থ, ব্যক্তিগত তথ্য, মেল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে। এর পর আপনার পরিচয়ে আপনারই পরিচিতদের সঙ্গে শুরু হয় জালিয়াতি।
[আরও পড়ুন: এবার ‘গ্রুপ অর্ডার’ ফিচার আনছে Zomato, ব্যাপারটা কী?]
এই ধরনের অপরাধ চক্রের ফাঁদ এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ, ভয় না পেয়ে প্রথমেই বিষয়টি আপনার পরিচিতদের জানান। আপনার বন্ধু, আত্মীয়দের সতর্ক করে দিন যাতে তাঁরা ওই ধরনের কোনও 'ফ্রেন্ড রিকোয়েস্ট' 'অ্যাকসেপ্ট' না করে। গোটা ঘটনার বর্ণনা দিয়ে নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারেন। সেই পোস্ট যাতে সকলের নজরে পড়ে তার জন্য মন্তব্য করার বাক্সতে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখে রাখতে পারেন। এছাড়া আপনার বন্ধুদের কাছে আবেদন করতে পারেন ওই অ্যাকাউন্টটি দেখলেই যেন রিপোর্ট করা হয়।
[আরও পড়ুন: বেশি উপার্জনের লোভ দেখিয়ে অনলাইন প্রতারণা! মোটা টাকা খোয়ালেন ফুটবলার]
কীভাবে ভুয়ো অ্যাকাউন্ট রিপোর্ট করবেন? ফেসবুক ফ্রেন্ডলিস্টে গিয়ে সেই ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে ফেসবুক পেজে যান। সেখানে প্রোফাইলের এক পাশে নাম, ছবির উলটোদিকে একটু নিচে রয়েছে ৩টি 'ডট' চিহ্ন। সেখানে ক্লিক করলেই আসবে 'রিপোর্ট প্রোফাইল' অপশন। এর পর ফেসবুক জানতে চাইবে কেন ওই প্রোফাইল আপনি রিপোর্ট করতে চান। আসবে কারণের তালিকা। সঠিক কারণে ক্লিক করলেই ভুয়ো অ্যাকাউন্টের রিপোর্ট করার প্রক্রিয়া সম্পন্ন হবে।