shono
Advertisement

সেনার হাতে উঠল ‘বজ্র’, শত্রুর উপর আছড়ে পড়বে সাক্ষাৎ মৃত্যু

কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকছে দেশ৷ The post সেনার হাতে উঠল ‘বজ্র’, শত্রুর উপর আছড়ে পড়বে সাক্ষাৎ মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 06:14 PM Nov 09, 2018Updated: 06:14 PM Nov 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ পেলেই আক্রমণ করতে পারে ‘ড্রাগন’৷ বিষনজর রয়েছে পাকিস্তানের৷ তাই দেশের নিরাপত্তা শক্তিশালী করতে আরও তৎপর ভারতীয় সেনা৷ আধুনিকীকরণের পথে হেঁটে, শুক্রবার সেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হল অত্যাধুনিক বন্দুক ‘কে ৯ বজ্র’ ও ‘এম ৭৭৭’৷ শুক্রবার মহারাষ্ট্রের দেওলালি শহরে সফল পরীক্ষার মাধ্যমে সেনার হাতে উঠল এই অস্ত্র৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ ভামরে৷

Advertisement

[‘আর্বান নকশাল’ ইস্যুতে ছত্তিশগড়ে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ মোদির]

 

টুইট বার্তায় দেশের অস্ত্রভাণ্ডারে এই বজ্রাস্ত্রের যুক্ত হওয়ার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী৷ জানা গিয়েছে, ‘কে ৯ বজ্র’ নামের বন্দুকটির সর্বোচ্চ পাল্লা ২৮ থেকে ৩৮ কিলোমিটার৷ ৩০ সেকেন্ডে তিন রাউন্ড গুলি ছুঁড়তে সক্ষম এটি৷ ২০২০-র মধ্যে ভারতীয় সেনার হাতে একশোটি বজ্রাস্ত্র আসতে চলেছে বলে সূত্রের খবর৷ এরজন্য মোট খরচ পড়ছে ৪৩৬৬ কোটি টাকা৷ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে এক মাসের মধ্যেই সেনার হাতে আসতে চলেছে দশটি বন্দুক৷ ২০১৯-এর নভেম্বরের মধ্যে আসবে আরও ৪০টি বন্দুক৷ আর পরবর্তী সময়ে আসবে বাকি পঞ্চাশটি ‘কে ৯ বজ্র’৷

[ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে দেব, বার্তা বিজেপি বিধায়কের]

জানা গিয়েছে, ‘এম ৭৭৭’ বন্দুকগুলি মার্কিন প্রযুক্তিতে তৈরি৷ প্রথম ধাপে সেনার হাতে আসছে ২৫টি বন্দুক৷ পরবর্তী ধাপে আরও ১২০টি আসবে৷ মার্কিন সংস্থার সঙ্গে এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে ভারতীয় সংস্থা মহিন্দ্রা ডিফেন্স৷ ২০১৯-এর মার্চ থেকে শুরু ভারতীয় জওয়ানদের হাতে আসবে এই অস্ত্র৷

 

The post সেনার হাতে উঠল ‘বজ্র’, শত্রুর উপর আছড়ে পড়বে সাক্ষাৎ মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement