ধীমান রক্ষিত: উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সুখবর। ২০২৫ সাল থেকে তাঁদের বিশেষ সাম্মানিক দেবে উচ্চ মাধ্যমিক সংসদ। এই প্রথমবার পরীক্ষার সঙ্গে যুক্তদের সাম্মানিক দেবে সংসদ। উল্লেখ্য, গত দুবছর ধরে মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে সাম্মানিক দেয়। এবার সেই পথে হাঁটল উচ্চ মাধ্যমিক সংসদও।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চ মাধ্যমিকের সঙ্গে যুক্ত ডিস্ট্রিক্ট ইন্সট্রাক্টরদের বা ডিআই পরীক্ষার খরচ সামলাতে দেওয়া হবে ২০ হাজার টাকা। তাঁদের আগেও পরীক্ষার খরচ সামলাতে টাকা দেওয়া হত। পরের ধাপে জয়েন্ট কনভেনার তথা যুগ্ম আহ্বায়ককে সাম্মানিক হিসেবে দেওয়া হবে আড়াই হাজার টাকা। যুগ্ম আহ্বায়কের তত্ত্বাবধানে থাকবেন ১০ শিক্ষক-শিক্ষিকা। তাঁদের মাথাপিছু সাম্মানিক দেওয়া হবে দেড় হাজার টাকা। এই টাকা যুগ্ম আহ্বায়ককে দেওয়া হবে। তিনিই তা বাকিদের দেবেন। এর পাশাপাশি সংসদ মনোনীত সদস্যকে সাম্মানিক হিসেবে দেওয়া হবে ৬০০ টাকা। পরীক্ষাকেন্দ্রের ইন চার্জ ও সেক্রেটারি পাবেন দেড় হাজার টাকা। পাশাপাশি ভেনু সুপার ভাইজার পাবেন ১ হাজার টাকা। পরীক্ষাকেন্দ্রের কাস্টোডিয়ান পাবেন ৭০০ টাকা। এই প্রথমবার এই সাম্মানিকের ব্যবস্থা করল সংসদ।
এ প্রসঙ্গে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “শিক্ষা সংসদের তরফে এর আগে সাম্মানিক দেওয়া হত না। আমরা তা চালু করলাম। পরীক্ষা সংক্রান্ত খরচ বাবদ শুধুমাত্র ডিআই-দের টাকা দেওয়া হত। পরীক্ষার সঙ্গে যুক্ত সকলেই প্রচুর পরিশ্রম করেন, তাঁদের দাবিকে মান্যতা দিয়ে এই ব্যবস্থা।”