অর্ণব আইচ ও দেবব্রত মণ্ডল: বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে জীবনতলায় হানা দিয়ে উদ্ধার করল ১৯০ রাউন্ড কার্তুজ। এছাড়াও নয়টি বারো বোরের কার্তুজ-সহ উদ্ধার একটি ডাবল ব্যারেল বন্দুকও। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সঙ্গে অস্ত্র কারবারিদের যোগাযোগ কতটা আছে? সেই প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ইশ্বরীপুর এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ টিম। তদন্তকারীরা শুক্রবার রাতে হাজি রশিদ মোল্লার বাড়িতে হানা দেন। বাড়ির ভিতর অভিযান চালাতেই বেরিয়ে পড়ে ওই বিপুল পরিমাণ কার্তুজ। বাড়ির মালিক-সহ আরও তিন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। বাকিরা হলেন হাসনাবাদের বাসিন্দা বছর চল্লিশের আশিক ইকবাল গাজি, পঁয়তাল্লিশ বছরের আবদুল সেলিম গাজি ও শান্তিপুরের জয়ন্ত দত্ত।
ঘটনার তদন্তে জানা যায়, ধৃত জয়ন্ত রায় কলকাতার এক লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণিতে কাজও করেন। সেই দোকান থেকে গুলি সরানো হয়েছে কিনা, সে প্রশ্নও ওঠে। এদিন বিকেলে ধর্মতলার ওই দোকানে হানা দেন এসটিএফের তদন্তকারীরা। দোকানের ঝাঁপ খুলিয়ে শুরু হয় তল্লাশি। সে সময় গোটা এলাকা ঘিরে রাখা হয়। উদ্ধার হওয়া কার্তুজের সঙ্গে সেই দোকানে থাকা কার্তুজও মিলিয়ে দেখা হয়। জয়ন্তের সঙ্গে পাওয়া তথ্যও খতিয়ে দেখেন তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে তাঁরা কিছুই বলতে চাননি। সেখান থেকে কি কার্তুজ বাইরে পাচার হয়েছে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ওয়াকিবহাল মহলে।
ধৃতদের আজ শনিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ কার্তুজ? বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে কি তাঁরা জড়িত? নাকি ধৃতরা নিজেরাই অস্ত্র কারকারি? ধৃতদের ধারাবাহিক জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সাম্প্রতিক অতীতে কলকাতা-সহ রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। একাধিক ব্যক্তিও গ্রেপ্তার হয়েছেন। বাইরে থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র ঢুকছে সেই কথা জানাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ আরও সজাগ অস্ত্র উদ্ধারের ঘটনায়।
অন্যদিকে, অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ধৃতের নাম আবুসিদ্দিক মোল্লা। বাড়ি রাধানগর-তারানগর পঞ্চায়েতের তারানগর গ্রামে। ওই দুষ্কৃতী হেতালবাড়ি খেয়াঘাট সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন। সেসময় পুলিশ তাঁকে পাকড়াও করে। উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ।