বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: সরস মেলার ‘হিরো’ দার্জিলিং (Darjeeling) পাহাড়ের হাউসপ্ল্যান্ট ‘মনস্টেরা ডেলিকোসা’। গাছপ্রেমীদের মন জয় করে নামীদামী অর্কিডদের টেক্কা দিচ্ছে ওই ‘সুইস পনির’ উদ্ভিদ। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলায় মাত্র চারদিনে ৩০ হাজার টাকার ওই গাছ (Plant) বিক্রি হয়েছে শুধুমাত্র ইন্টিরিয়র ডেকরেশনের জন্য। আরও ১২ দিন মেলা চলবে। কিছুদিন আগে দার্জিলিং ম্যালের কাছে ‘মেলো টি ফেস্ট’-এ ৬২ হাজার টাকার ‘মনস্টেরা ডেলিকোসা’ বিক্রি করেছেন দার্জিলিংয়ের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শিলিগুড়িতে (Siliguri) ওই গাছের চাহিদা দেখে অবাক পাহাড়ি ‘পারিজাত’ স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। তাঁদের আশা, এখানে দার্জিলিংয়ের ‘মেলো টি ফেস্ট’-এর দ্বিগুণ ‘মনস্টেরা ডেলিকোসা’ বিক্রির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে ষষ্ঠ দার্জিলিং জেলার সরস মেলা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। সেখানেই রকমারি অর্কিডের সঙ্গে ‘মনস্টেরা ডেলিকোসা’ নিয়ে হাজির হয়েছেন দার্জিলিংয়ের সুখিয়াপোখরি ব্লকের পারিজাত গোষ্ঠীর মেয়েরা। কিন্তু কেন ওই একটি বিশেষ গাছের প্রতি ক্রেতাদের আকর্ষণ? পারিজাত স্বনির্ভর গোষ্ঠীর অন্যতম সদস্য শবনম তামাং বলেন, “গাছটি দেখতে সুন্দর। তাই সবাই চাইছে।”
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]
উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ‘মনস্টারা ডেলিকোসা’ অত্যাশ্চর্য সুইস পনির গোত্রের উদ্ভিদ। এটি বৃষ্টিচ্ছায় অরণ্য অঞ্চলে বেশি দেখা যায়। এর বড় সবুজ পাতায় ‘ফেনস্ট্রেশন’ রয়েছে। দেখতে গর্তের মতো। সুন্দর হার্ট আকৃতির পাতা। বড় গাছের তলায় ওই গাছ জন্মায়। কম আলোতে বেঁচে থাকতে পারে, তাই ঘরে রাখতে অসুবিধা হয় না। সরস মেলায় একটি ‘মনস্টেরা ডেলিকোসা’ ২ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।
[আরও পড়ুন: ‘ভারতীয় দলে সবাই মদ্যপান করে!’, কাদের দিকে আঙুল তুললেন ধোনির প্রাক্তন সতীর্থ?]
স্বনির্ভর গোষ্ঠী সূত্রে জানা গিয়েছে, চাহিদা বুঝে দার্জিলিংয়ে ‘মনস্টেরা ডেলিকোসা’র চাষ শুরু হয়েছে। এখান থেকে কলকাতা-সহ বিভিন্ন শহরে গাছটি যাচ্ছে। শবনম বলেন, “শিলিগুড়িতে ওই গাছের এতো চাহিদা হবে ভাবতে পারিনি। তবে ক্রেতারা ফিরবেন না।” দার্জিলিংয়ের স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি নকশালবাড়ির তুলসী গোষ্ঠীর মেয়েরাও ওই গাছের পসরা সাজিয়ে বাজিমাত করছেন। তাঁদেরও ভালো বিক্রি হয়েছে।