সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অ্যাকাউন্টকে জাল ঘোষণার আগে গ্রাহকের বক্তব্য শোনা জরুরি। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর ফলে ভুয়ো অ্যাকাউন্ট মামলায় বিরাট ধাক্কা খেল ব্যাংকগুলি। উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) নীতি অনুসরণ করে নির্দিষ্ট অ্যাকাউন্টগুলিকে ভুয়ো ঘোষণা করতে চেয়েছিল ব্যাংকগুলি। যদিও শীর্ষ আদালতের সোমবারের নির্দেশিকার পর ওই প্রক্রিয়া স্থগিত হয়ে গেল।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একটি অ্যাকাউন্টকে জালিয়াতি ঘোষণার অর্থ গুরুতর নাগরিক অবনমন। সেই সূত্রেই তেলেঙ্গানা হাই কোর্টের ২০২০ সালের আদেশ বহাল রাখল শীর্ষ আদালত। উল্লেখ্য, ওই আদেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল কেন্দ্রীয় সরকার। যদিও এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বের বেঞ্চের বক্তব্য, ব্যাংকগুলিকে অবশ্যই আরবিআইয়ের মাস্টার সার্কুলার অনুসরণ করে ঋণগ্রহীতা গ্রাহকের বক্তব্য শুনতে হবে।
[আরও পড়ুন: আদানি-রাহুল ইস্যুতে দিল্লিতে এককাট্টা বিরোধীরা, কালো পোশাক পরে বিক্ষোভ সাংসদদের]
বিচারপতিদের বেঞ্চ আরও জানিয়েছে, আইন অনুযায়ী দ্বিতীয়পক্ষের বক্তব্য না শুনে কোনও সিদ্ধান্তে যাওয়া যায় না। আরবিআই সার্কুলারকে সাধারণ ন্যায়বিচারের নীতিকে বাদ দিয়ে গ্রহণ করা উচিত নয় কখনই। তেলেঙ্গানা হাই কোর্টের নির্দেশিকার বিরোধিতা করে গুজরাট হাই কোর্ট যে রায় দিয়েছিল তাও সোমবার স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, RBI সার্কুলার অনুযায়ী অপপ্রয়োগ, প্রতারণামূলক লেনদেনে ব্যবহৃত অ্যাকাউন্টগুলিকে জালিয়াতি হিসাবে শ্রেণিবদ্ধ করতে হবে। সেই অনুযায়ী পদক্ষেপ করতে চায় ব্যাংক এবং কেন্দ্র। যদিও শীর্ষ আদালতের এদিনের রায়ের পর সেই প্রক্রিয়া থমকে গেল।