shono
Advertisement
paper leaks

নিট বিতর্কে আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের, প্রথমবার সংসদে মুখ খুললেন মোদি

নিট নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে গেলেও এ পর্যন্ত নীরব ছিলেন প্রধানমন্ত্রী।
Published By: Subhajit MandalPosted: 07:12 PM Jul 02, 2024Updated: 07:16 PM Jul 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউজিসি নিট, নেট, নিট পিজি-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর আশ্বাস, "যারাই আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে।"

Advertisement

মঙ্গলবার দুপুরেই নিট নিয়ে সংসদে আলোচনা চেয়ে মোদিকে চিঠি দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি ছিল, দেশের পড়ুয়াদের মধ্যে বিশ্বাস পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রীর উচিত নিট বিতর্কে সংসদে আলোচনার অনুমতি দেওয়া এবং সেই বিতর্কে নেতৃত্ব দেওয়া। রাহুলের (Rahul Gandhi) বক্তব্য, "আমাদের পড়ুয়ারা উত্তর চান। সংসদে এটা নিয়ে আলোচনা হওয়াটা সেটার প্রথম ধাপ। এই বিষয়টার গুরুত্ব বুঝে সরকারের উচিত এটা নিয়ে দ্রুত আলোচনায় বসা।"

[আরও পড়ুন: ‘হিংস্র তারাই, যারা…’, রাহুলের ‘হিন্দু’ মন্তব্যে ময়দানে পয়গম্বর বিতর্কে ‘বরখাস্ত’ নূপুর]

বস্তুত, নিট নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে গেলেও এ পর্যন্ত নীরব ছিলেন প্রধানমন্ত্রী। এদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। মোদি বললেন, "আমি পড়ুয়াদের আশ্বস্ত করছি, সরকার যুদ্ধকালীন তৎপরতায় প্রশ্নফাঁস রুখতে কাজ করছে। যারা যারা আমাদের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে, তাদের কাউকে রেয়াত করা হবে না।" প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিট (NEET) ইস্যুতে দেশজুড়ে গ্রেপ্তারি শুরু করেছে সিবিআই। গোটা পরীক্ষা পদ্ধতি আরও ত্রুটিমুক্ত করতে সবরকম চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে হট্টগোল বিরোধীদের, স্লোগানের মধ্যেই দুর্নীতি-তোষণ নিয়ে সরব মোদি]

উল্লেখ্য, নিট বাতিলের দাবিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিরোধীরা। চাপের মুখে সরানো হয়েছে এনটিএ-র ডিজিকেও। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে সিবিআই। নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই অন্তত ১০ জন গ্রেপ্তার হয়েছে। তবে সিবিআই এখনও প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির ‘মাস্টারমাইন্ড’ সঞ্জীব মুখিয়াকে গ্রেপ্তার করতে পারেনি। এই নিজে সংসদে শুরু থেকেই সরব বিরোধী শিবির। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মুখ খুললেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউজিসি নিট, নেট, নিট পিজি-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • প্রধানমন্ত্রীর আশ্বাস, যারাই আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে।
  • নিট নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে গেলেও এ পর্যন্ত নীরব ছিলেন প্রধানমন্ত্রী।
Advertisement