shono
Advertisement

২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি, স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী

ভোটের নয়া চমক মোদির৷ The post ২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি, স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM Aug 23, 2018Updated: 05:24 PM Aug 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য লোকসভা নির্বাচন৷ ভোটের আগে দেশের ‘বিকাশে’ হাত লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের গড়ে দাঁড়িয়ে আগামী ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারের মাথা গোজার স্থায়ী আশ্রয় গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ ‘সবার জন্য বাড়ি’ এই প্রতিশ্রুতির মাধ্যমে আগামী ১৯-র নির্বাচনী বৈতরণী পার হওয়ার মরিয়া চেষ্টা শুরু বিজেপির, মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের৷

Advertisement

[সম্পত্তির হিসেব দিতে হবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের]

সবার জন্য গৃহ-নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জনপ্রিয় একটি মন্তব্য তুলে ধরেন মোদি৷ বলেন, ‘‘রাজীব গান্ধী বলতেন, সরকার এক টাকা দিলে গরিব মানুষের কাছে পৌঁছায় মাত্র ১০ পয়সা৷ কিন্তু, সেদিন আর নেই৷ এখন সরকার এক টাকা দিলে ১০০ পয়সাই পৌঁছে যায় সাধারণ মানুষের হাতে৷ এখন ভরতুকির টাকা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের অ্যাকাউন্টে৷’’

[অ্যাম্বুল্যান্সের পথ আটকে কংগ্রেসের মিছিল, মৃত্যু সদ্যোজাত শিশুর]

নিজের সরকারের ভূয়সী প্রশংসা করে গুজরাটের বলসাঢ় শহরে জনসভা করেন মোদি৷ বলেন, ‘‘আমাদের লক্ষ্য দেশের বিকাশ ঘটানো৷ এই কাজে এনডিএ সরকার নিরলস লড়াই চালিয়ে যাচ্ছে৷’’ বলেন, ‘‘আমরা চাই, সবার একটা স্থায়ী আশ্রয় থাকুক৷ এই লক্ষ্য পূরণের জন্য কেন্দ্র নতুন উদ্যোগ নিয়েছে৷ আমাদের লক্ষ্য ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবার যাতে স্থায়ী আশ্রয় দেওয়া যায়৷’’

[বিপদের বন্ধু মুসলিমরাই, কেরলে মসজিদে আশ্রয় পেলেন ১৭ টি হিন্দু পরিবার]

লোকসভার নির্বাচনকে মাথায় রেখে কৃষিক্ষেত্রেও চমক দিয়েছে মোদির সরকার৷ সব রকমের খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানিয়েছে কেন্দ্র৷ বাদল অধিবেশনের আগে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি-সহ  বেশ কিছু ফসলের ন্যূনতম সমর্থন মূল্য কয়েকশো টাকা করে বাড়িয়ে দেওয়া হয়৷ একদিনে, কৃষকের ফসলের সহায়ক মূল্য বৃদ্ধি ও সবার জন্য গৃহ-নির্মাণের প্রতিশ্রুতি আদৌ মোদির ভোট-বাক্সে প্রভাব ফেলে কি না, সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে৷

The post ২০২২ সালের মধ্যে সবার জন্য বাড়ি, স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement