সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলা এবং তার উত্তরে অপারেশন সিঁদুরের পরে ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে বন্ধ সবরকম আদান-প্রদান। এই উত্তেজনার আবহে বিপাকে পড়েছেন এক ভারতীয় নাগরিকের পাক বধূ নিঘাত ইয়াসমিন। পুরনো আবেদন ফিরিয়ে নিয়ে, এবার আদালতের নির্দেশে ফের নাগরিকত্বের আবেদন করবেন তিনি।
জানা গিয়েছে, কর্ণাটক হাইকোর্ট বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশী রেজিস্ট্রেশন অফিসকে নিঘাতের আবেদন বিবেচনা করার নির্দেশ দিয়েছে। ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিক নিঘাতের নতুন নাগরিকত্বের আবেদন সক্রিয়ভাবে বিবেচনা করার এবং তাঁর দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বিবেচনার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।
ভারতীয় নাগরিকত্বের আবেদন করেছেন পাক নাগরিক নিঘাত ইয়াসমিন। ভারতীয় নাগরিক মহম্মদ ইউনুসকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই সন্তান রয়েছে। আদালতের কাছে নিজের আবেদনে নিঘাত জানিয়েছেন, এর আগে তাঁর নাগরিকত্বের আবেদন বিবেচনা করেননি প্রশাসন। ১৮ ডিসেম্বর আদালত জানিয়েছে ভারত-পাকিস্তান সংঘর্ষের পর ভারতের ভিসা নীতিতে সাম্প্রতিক পরিবর্তনগুলি পাকিস্তানি নাগরিকদের আবেদন প্রক্রিয়ার উপর প্রভাব ফেলেছে। বিশেষ করে ই-এফআরআরও পোর্টালের কারণে এই সমস্যা আরও বেড়েছে।
কর্নাটক হাইকোর্টের বিচারপতি সুরজ গোবিন্দরাজ নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন, ইয়াসমিন আবেদন প্রক্রিয়ার সব নিয়ম মেনে চললেও, তাঁর আবেদন এখনও বিবেচনা করা হয়নি। বিচারক স্পষ্ট করে বলেছেন, একটি সরকারি আদেশে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। বৈধ দীর্ঘমেয়াদী ভিসা যাঁদের রয়েছে তাঁদের আবেদনের প্রক্রিয়া চলাকালীন তাদেরকে নির্বাদিত করা বা তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।
আদালত জানিয়েছে, আগের সব আবেদন জেগুলি প্রক্রিয়া করা হয়নি, তা ফিরিয়ে নিয়ে নতুন করে আবেদন করতে পারবেন নিঘাত। পাশপাশি, আদলতের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে নিঘাতের আবেদন বিবেচনা করতে হবে। ভারতের সঙ্গে তার পারিবারিক বন্ধনকে মাথায় রেখে, তাঁর আবেদন বিবেচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
