সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পাশাপাশি আর যে রাজ্যগুলিতে এই মুহূর্তে SIR প্রক্রিয়া চলছে সেগুলির মধ্যে অন্যতম তামিলনাড়ু। বাংলা ছাড়া আর যে রাজ্যে শাসকদল এই বিশেষ নিবিড় সংশোধনের প্রবল বিরোধিতা করছে সেটাও তামিলনাড়ু। সেই তামিলনাড়ুতে SIR-এর প্রথম পর্যায়েই বাদ পড়ল ৯৭ লক্ষ ভোটারের নাম। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
তামিলনাড়ুর খসড়া তালিকা এখনও প্রকাশ হয়নি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়েক জানিয়েছেন, এ পর্যন্ত ৫ কোটি ৪৩ লক্ষ ৭৬ হাজার ৭৫৫ জন ভোটারের এনুমারেশন ফর্ম জমা পড়েছে। SIR-এর আগে রাজ্যে রেজিস্টার্ড ভোটার ছিল ৬.৪১ কোটি। অর্থাৎ এনুমারেশন ফর্ম জমার পরই বাদ পড়ছেন ৯৭ লক্ষ ৩৭ হাজারের বেশি ভোটার।
মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, এই ভোটারদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক। যারা হয়তো কোনও একটা সময় তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। কিন্তু পরে ঠিকানা বদল করেছেন। ৩ বার বাড়ি বাড়ি গিয়েও রেজিস্টার্ড ঠিকানায় প্রায় ৬৬ লক্ষ ভোটারের কোনও হদিশ পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে সাড়ে ৬ কোটি ভোটারের মধ্যে প্রথম পর্যায়েই বাদ পড়ছে ৯৭ লক্ষ। পরবর্তীতে আরও বহু ভোটারের বাদ পড়ার শঙ্কা। সব মিলিয়ে সংখ্যাটা ১৫-২০ শতাংশ হতে পারে। একটা রাজ্যের ভোটার তালিকায় এত অবৈধ ভোটার থাকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তামিলনাড়ুতে তো সেভাবে অনুপ্রবেশের সমস্যা থাকার কথা নয়। যদিও শ্রীলঙ্কা থেকে বহু তামিল এ দেশে এসেছেন। কিন্তু তাঁদের অধিকাংশই ২০০২-এর আগের।
মুখ্যমন্ত্রী স্ট্যালিন ইতিমধ্যেই এই SIR প্রক্রিয়ার বিরোধিতা করেছেন। তাঁর দাবি, এই প্রক্রিয়া ভ্রান্ত, ত্রুটিপূর্ণ। এর প্রতিবাদে সর্বদল বৈঠকও ডেকেছেন তিনি। স্ট্যালিনের বক্তব্য, এসআইআর আসলে ভোটারদের তালিকা থেকে অপসারণের ষড়যন্ত্র।
