shono
Advertisement

IBPS পরীক্ষার মাধ্যমে ১৯ ব্যাঙ্কে ১৯,২৪৩ ক্লার্ক নিয়োগ

জেনে নিন কীভাবে আবেদন করবেন? The post IBPS পরীক্ষার মাধ্যমে ১৯ ব্যাঙ্কে ১৯,২৪৩ ক্লার্ক নিয়োগ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:45 PM Aug 21, 2016Updated: 04:23 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন-এর কমন লিখিত পরীক্ষা ২০১৬-১৭-এর মাধ্যমে দেশ জুড়ে ১৯,২৪৩ জন ক্লার্ক নিয়োগ করা করা হবে৷ এই পরীক্ষায় পাস করলে দেশের ১৯টি ব্যাঙ্ক-সহ অন্যান্য ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে নিয়োগ করা হবে৷ আবেদন করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের হোম পেজের CWE-Clerk-VI লিঙ্কে গিয়ে৷ আবেদন করার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, ২০১৬৷ আবেদন করা যাবে ২২ আগস্ট, ২০১৬ তারিখ থেকে৷

Advertisement

শূন্য পদের সংখ্যা: সাধারণ ১০০৭৯, ওবিসি ৪৪৩৬, তফসিলি জাতি ৩০৭৮ এবং তফসিলি উপজাতি ১৬৫০৷ এ রাজ্যে শূন্য পদ ১৩৫০টি৷ এর মধ্যে সাধারণ ৬৭৭, ওবিসি ২৮৩, তফসিলি জাতি ২৯৩, তফসিলি উপজাতি ৯৭৷

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় স্নাতক৷ সঙ্গে কম্পিউটার অপারেশন/ল্যাঙ্গুয়েজ-এ ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকা চাই৷ অথবা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বা ইনফর্মেশন টেকনোলজি বিষয়ে পাস করতে হবে৷ যে রাজ্যের জন্য আবেদন করবেন সেখানকার সরকারি ভাষায় জ্ঞান থাকা চাই৷ বয়স হতে হবে ১ আগস্ট, ২০১৬ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে৷ অর্থাত্‍ জন্মতারিখ হতে হবে ২ আগস্ট, ১৯৮৮ থেকে ১ আগস্ট, ১৯৯৬-এর মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷

আবেদনের খরচ: ৬০০ টাকা৷ তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে ১০০ টাকা৷ ফি দিতে হবে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে৷

কীভাবে নির্বাচন: প্রার্থী বাছাই করা হবে ২টি পর্যায়ের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন পরীক্ষা হবে প্রিলিমিনারি ও মেন এগজামিনেশন ২টি পর্যায়ে৷ পরীক্ষা হবে নভেম্বরের শেষ থেকে ২০১৭-র জানুয়ারি মাস নাগাদ৷ প্রথম পর্যায়ে পরীক্ষা হবে ১০০ নম্বরের৷ দ্বিতীয় পর্যায়ে ২০০ নম্বরের৷ ইন্টারভিউ হবে জানুয়ারি মাসে৷

আবেদনের খুঁটিনাটি: অনলাইনে আবেদন করতে বসার আগে সই ও ছবি স্ক্যান করিয়ে নেবেন৷ কোথাও কোনও আবেদনপত্রের প্রিন্ট আউট পাঠাবেন না৷ আরও খুঁটিনাটি তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটেই৷ প্রয়োজনে ফোন করতে পারেন সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১৮০০২২২৩৬৬ নম্বরে৷

কোন কোন ব্যাঙ্কে নিয়োগ: এলাহাবাদ ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিজয়া ব্যাঙ্ক৷ এছাড়াও অন্যান্য ব্যাঙ্ক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান৷

The post IBPS পরীক্ষার মাধ্যমে ১৯ ব্যাঙ্কে ১৯,২৪৩ ক্লার্ক নিয়োগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement