shono
Advertisement

ICC ODI World Cup 2023: ব্যাটিং ব্যর্থতার পরেও ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের লড়াই, ‘ছয়ে ছয়’ করতে পারবে টিম ইন্ডিয়া?

'ছয়ে ছয়' করতে পারবে টিম ইন্ডিয়া?'
Posted: 05:58 PM Oct 29, 2023Updated: 06:21 PM Oct 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। পাওয়ার প্লে-তে নতুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইংল্যান্ডের (England) বোলারদের সামনে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং যখন শুরুতেই ধাক্কা খেল, তখন রুখে দাঁড়ালেন রোহিত। ব্য়াট হাতে প্রতিরোধ গড়ে তুললেন। সেই সঙ্গে গড়ে ফেললেন এক নতুন মাইলফলক। তবে বাকিরা বড় রান করতে ব্যর্থ হলেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তুলেছে টিম ইন্ডিয়া। ডেভিড উইলি (David Willey) ৪৫ রানে ৩ উইকেট নিলেন। ক্রিস ওকস (Chris Woakes) ৩৩ রানে ২ ও আদিল রশিদ (Adil Rashid)  ৩৫ রানে ২ উইকেট নিলেন। সেক্ষেত্রে দ্বিতীয় জয়ের মুখ দেখতে হলে ইংল্যান্ডকে ২৩০ রান করতে হবে। চলতি কাপ যুদ্ধে এর আগে শুধু বাংলাদেশের বিরুদ্ধে ১৩৭ রানে জিতেছিল জস বাটলারের (Jos Buttler) দল। কিন্তু প্রশ্ন হল ২২৯ রানের পুঁজি নিয়ে ভারতীয় দল কি ‘ছয়ে ছয়’ করতে পারবে?  

Advertisement

লখনউয়ের একানা স্টেডিয়ামের স্লো পিচে এদিন খালি হাতে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুভমান গিল (Shubman Gill) ফিরলেন ৯ রানে। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আবার শর্ট বলে বিদ্ধ হয়ে ফিরলেন ৪ রানে। ফলে মাত্র ৪০ রানে চলে গিয়েছিল ৩ উইকেট। সেখান থেকে লোকেশ রাহুলকে নিয়ে লড়লেন হিটম্যান। চতুর্থ উইকেটে দুজন যোগ করলেন ৯১ রান। লোকেশ রাহুল (Lokesh Rahul) ৩৯ রান করেন। তবে হার মানেননি সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান আউট হলেও, এদিন নিজেকে মেলে ধরলেন ‘স্কাই’। লোয়ার অর্ডারদের সঙ্গে নিয়ে স্লগ ওভারে লড়লেন। ফলে ৪৭ বলে ৪৯ রানের উপর ভর করে সম্মানজনক রান করল ভারত। 

[আরও পড়ুন: ‘পরিসংখ্যানের পিছনে ছোটে না রোহিত’, অধিনায়কের প্রশংসা করতে গিয়ে বিরাটকে বিঁধলেন গম্ভীর]

খালি হাতে ফিরছেন বিরাট কোহলি। ছবি: দেবাশিস সেন

এদিন বাকিরা ব্যর্থ হলেও, ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করলেন রোহিত। ভারতীয় ইনিংসের তখন ২১ ওভারের খেলা চলছে। আদিল রশিদের বলে স্যুইপ করে বাউন্ডারি মেরেই অভিজাত ক্লাবে ঢুকে পড়লেন তিনি। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, ক্রিকেটের তিন ধরনের ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ১৮ হাজার রান হয়ে গেল তাঁর। তবে একাকুম্ভ রক্ষা করলেও শতরান মাঠেই ফেলে এলেন অধিনায়ক। ১০১ বলে ৮৭ রানে ফিরলেন তিনি। মারলেন ১০টি চার ও ৩টি ছক্কা।

রোহিতের সামনে এবার শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের হয়ে ৪২১ আন্তর্জাতিক ম্যাচে ১৮৪৩৩ রান রয়েছে প্রাক্তন অধিনায়ক। তালিকায় চার নম্বরে রয়েছেন সৌরভ। তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বর্তমান হেড কোচ আন্তর্জাতিক ক্রিকেটে ৫০৪ ম্যাচে ২৪০৬৪ রান করেছেন। ৫১৩ ম্যাচে ২৬১২১ রান করে তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট। আর শীর্ষে আছেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টার ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩৪৩৫৭ রান করেছেন।

লোকেশ রাহুলকে নিয়ে চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন রোহিত। ছবি: দেবাশিস সেন

এদিকে সেঞ্চুরির সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি শচীনের ঝুলিতে। কোহলির মোট সেঞ্চুরি ৭৮। ৪৮ সেঞ্চুরি দ্রাবিড়ের। সেঞ্চুরির সংখ্যায় অবশ্য সৌরভের চেয়ে এগিয়ে রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের সেঞ্চুরি সংখ্যা ৩৮। রোহিতের ৪৫ সেঞ্চুরি হয়ে গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান সংখ্যায় রোহিতের ঠিক পিছনে রয়েছেন ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিং ধোনি ৫৩৫ ম্যাচে ১৭০৯২ রান করেছেন। প্রথম দশে থাকা বাকি ৪ জন হলেন বীরেন্দ্র শেহওয়াগ (৩৬৩ ম্যাচে ১৬৮৯২ রান), মহম্মদ আজহারউদ্দিন (৪৩৩ ম্যাচে ১৫৫৯৩ রান), সুনীল গাভাসকর (২৩৩ ম্যাচে ১৩২১৪ রান) ও যুবরাজ সিং (৩৯৯ ম্যাচে ১১৬৮৬ রান)। তবে রোহিত একাধিক রেকর্ড গড়লেও, গত বিশ্বজয়ীদের হারিয়ে ভারতীয় দল ‘ছয়ে ছয়’ করতে পারে কিনা সেটাই দেখার। 

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য করলেও, ‘বিরাটই সর্বকালের সেরা চেজ মাস্টার’, অকপটে জানালেন জো রুট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement