সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৭ রানে বিপক্ষের ৩ উইকেট চলে যাওয়ার পর তাঁকে একবার টেলিভিশন স্ক্রিনে দেখা গিয়েছিল। তবে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানের দাপটে সেই হাসি উধাও হয়ে যায়। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) চোখের সামনে দিয়ে চলে যেতেই তাঁকে দেখা গেল টুপি খুলে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এক ও অদ্বিতীয় রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ১৯ নভেম্বরের রাতে নীরব যোদ্ধা থেকে ‘ইন্দিরানগর কা গুন্ডা’, ২০ বছর পর বিশ্বজয়ী হতেই পারতেন। তবে মহার্ঘ কাপ আর হাতে তোলা হল না। পর্দার আড়ালেই থেকে গেলেন ‘দ্য ওয়াল’। আর তাই দীর্ঘদিনের বন্ধু রাহুল দ্রাবিড়ের এমন পরিণতি মেনে নিতে পারছেন না অনিল কুম্বলে (Anil Kumble)। অকপটে হতাশা প্রকাশ করলেন।
অস্ট্রেলিয়ার (Australia) কাছে মেগা ফাইনালে ৬ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেই হারের পর কুম্বলে বলেন, “আমি রাহুলের হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলাম। ভারতীয় দলকে এই জায়গায় নিয়ে আসার জন্য রাহুল গত কয়েক বছর অনেক পরিশ্রম করেছে। এটা খুবই কঠিন কাজ। এবং মনে রাখবেন ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করা কিন্তু একেবারেই সহজ নয়।”
[আরও পড়ুন: বিশ্বকাপের পর অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ গিয়ে চাহালের বিস্ফোরণ!]
কুম্বলে নিজেও টিম ইন্ডিয়ার কোচ ছিলেন। তবে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বনিবনা না হওয়ার জন্য ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হারের পর সরে যেতে বাধ্য হন। সেই ঘটনা এখনও ভুলতে পারেননি দেশের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি লেগ স্পিনার। তাই যোগ করলেন, “ভারতীয় দলের কোচের কাজকে প্রতি মুহূর্তে আতসকাচের নিচে ফেলা হয়। সবার ফোকাস থাকে কোচের উপর। সেটা মাথায় রেখে রাহুল দারুণ কাজ করেছে।”
কাপযুদ্ধের ফাইনাল, অর্থাৎ ১৯ নভেম্বর সরকারিভাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই-এর (BCCI) চুক্তি শেষ হয়ে গিয়েছে। তিনি হেড কোচ হিসাবে ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন কিনা সেটা নিয়ে ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে মুখ খোলেননি। কুম্বলেও মনে করেন, গোটা ব্যাপারটা রাহুল দ্রাবিড়ের উপরেই ছেড়ে দেওয়া উচিত। বাকিটা সময় বলবে।