সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় ক্রিকেটারের সঙ্গে প্রথমবার দেখা। তাই শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করেও ৪০ ঘণ্টা ধরে ছবি এঁকে নিয়ে হাজির হলেন। হুইলচেয়ারে বসেই প্রিয় ক্রিকেটারের হাতে তুলে দিলেন নিজের আঁকা ছবি। হৃদয়স্পর্শী এই মুহূর্তের সাক্ষী রইলেন বিরাট কোহলি (Virat Kohli)। চেন্নাইতে বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচ খেলতে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই সময়েই বিশেষ ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল কিং কোহলির। তাঁদের সাক্ষাতের ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই।
জানা গিয়েছে, চেন্নাইয়ের এই বিশেষ ভক্তের নাম শ্রীনিবাস। বরাবর বিরাট কোহলির ভক্ত তিনি। তবে শারীরিক প্রতিকূলতার শিকার। হুইলচেয়ারেই চলাফেরা করেন। ছবি আঁকতেও খুব পছন্দ করেন শ্রীনিবাস। চেন্নাইতেই গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন তিনি। বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখার জন্য টিকিট কাটতে এসেছিলেন তিনি। সেই সময়েই শ্রীনিবাসের কথা জানতে পেরে সোজা দেখা করতে চলে আসেন বিরাট কোহলি।
[আরও পড়ুন: ‘ওরা আমাদের খুব যত্নে রেখেছে’, ‘শত্রু’ ভারতের আতিথেয়তার প্রশংসায় বাবর]
চোখের সামনে প্রিয় ক্রিকেটারকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন শ্রীনিবাস। মনে মনে টেনশন শুরু হয়েছিল তাঁর। তবে নিজের আঁকা একটি ছবি উপহার দেন বিরাটকে। শ্রীনিবাস জানিয়েছেন, চল্লিশ ঘণ্টারও বেশি সময় ধরে কিং কোহলির এই ছবিটি এঁকেছেন। সেই ছবি দেখে মুগ্ধ হয়ে অটোগ্রাফ করে দেন বিরাট। বিশেষ ভক্তের সঙ্গে ছবিও তোলেন তিনি। এই মুহূর্তের ভিডিও প্রকাশ করে বিসিসিআই।
বিরাটের সঙ্গে দেখা করে কেমন লাগলো? বিষয়টা একেবারে স্বপ্নের মতো লেগেছে বলেই জানালেন শ্রীনিবাস। বলেন, “আমার কাছে এসে বিরাট জিজ্ঞাসা করলেন, এই ছবিতে সই করবেন কিনা। আমি একটা ছবি তুলতে চাইলেও হাসি মুখে রাজি হয়ে যান বিরাট। ওঁর কভার ড্রাইভ খুব ভালো লাগে বলেই এই ছবি এঁকে নিয়ে এসেছি। ভারতীয় দলের সকলকে শুভেচ্ছাও জানিয়েছি।”