সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুতেই পালটে গিয়েছিল গুগলের খোলনলচে। ফাইনালের দিন ফের নয়া অবতারে দেখা গেল গুগলকে (Google)। ভারত বনাম অস্ট্রেলিয়ার ব্যাটে-বলের লড়াইয়ের ছোঁয়া রেখেই সাজিয়ে তোলা হল গুগলের নয়া ডুডল। বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি, ক্রিকেট ব্যাট-গুগলের নয়া ডুডলে সবকিছুই দেখা যাচ্ছে। উল্লেখ্য, ১২ বছর পরে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ভারত। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জেতার লক্ষ্যে রোহিত ব্রিগেড।
রবিবার সকাল থেকেই পালটে দেওয়া হয়েছে গুগলের ডুডল। দেখা যাচ্ছে, ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে লেখা রয়েছে গুগল কথাটি। গুগল শব্দের মধ্যেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি। রয়েছে ক্রিকেট ব্যাটও। ডুডলের GIFটি খুললেই আতসবাজির রোশনাই ঝরে পড়ছে। বিশ্বকাপ সংক্রান্ত খবর, নানা তথ্যও মিলছে এই ডুডলে ক্লিক করলেন।
[আরও পড়ুন: CWC 23 Final Live Updates: আহমেদাবাদে মহারণ, ২০ বছরের আগের বদলার ফাইনালে ভারত]
উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর দিনও ঢেলে সাজানো হয়েছিল গুগল ডুডল। পাশাপাশি হোম পেজটিও বেশ খানিকটা পালটে ফেলা হয়েছিল। সংস্থার ইংরাজি বানানের মধ্যেও ছিল ক্রিকেটের ছোঁয়া। গুগল নামের বানানে একটি O রাখা হয় ক্রিকেট বলের আদলে। L অক্ষরটি বানাতে ব্যবহার করা হয় ক্রিকেট ব্যাট। এছাড়াও সার্চ বারের পাশেই ছিল একটি ব্যাট ও বলের ছবিও। প্রসঙ্গত, ১২ বছর পরে ফের বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ভারত। গত দুই বিশ্বকাপের সেমিফাইনালে হেরেই বিদায় নিতে হয়েছিল মেন ইন ব্লুকে। তবে টানা ১০টি ম্যাচ জিতে আবার বিশ্বকাপে জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারত।
[আরও পড়ুন: ১২ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত, আবারও কি নগ্ন হবেন বলি অভিনেত্রী?]